সাম্প্রতিক পোস্ট

তরুণ-তরুণীরাই পারবে বহুত্ববাদী সমাজ নির্মাণ করতে

বারজশাহী থেকে অমৃত সরকার
‘বহুত্ববাদী সমাজ বিনির্মাণে তরুণ-তরুণীরাই রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা’ এই প্রতিপাদ্য বিষয়ে বারসিক তানোর রির্সোস সেন্টার হল রুমে স্থানীয় যুব সংগঠনের সদস্যরে নিয়ে গতকাল অনুষ্ঠিত হলো “বৈচিত্র্যপূর্ণ পেশা ও সিভি রাইটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা”। প্রশিক্ষণ কর্মশালায় তানোর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেন বাংলাদেশ ইনোভেটিভ এডুকেশন সিস্টেম(বিয়েস) ও বারসিক। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক মো. ইউসুফ আলী মোল্লা,বরেন্দ্র শিক্ষা সংষ্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের সভাপতী মো. জাওয়াদ আহম্মেদ রাফি,বিয়েস সভাপতী মো. জয়নুল আবেদিন ও বারসিক কর্মকর্তা বৃন্দ।

44665782_329129944531432_8343545065691414528_n
একটি বহুত্ববাদী সমাজ নির্মানে প্রয়োজন সমাজে সকল পেশা টিকিয়ে রাখা। এর মধ্য অন্যতম পেশা হচ্ছে কৃষি। বর্তমান সময়ে বাংলাদেশের কৃষির হাল ধরতে যুবকদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন কৃষক মোঃ ইউসুফ মোল্লা। তিনি বলেন, ‘তরুণ-তরুণীরাই সমাজের সকল পেশাকে টিকিয়ে রাখতে সহযোগি ভূমিকা রাখতে পারে।’

44767690_691503214559510_3999539508142931968_n
সকল পেশা থেকে উজ্বল ভবিষ্যৎ গঠনে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে কি কি করণীয় তা নিয়ে কথা বলেন বিয়েস সভাপতি মো. জয়নূল আবেদিন। এর পাশাপাশি বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন বিভিন্ন পেশাতে কিভাবে প্রতিযোগিতা করতে হয় সে বিষয়ে বিভিন্ন দিক উল্লেখ করা হয়। নতুন কোন পেশার ক্ষেত্রে সিভি লিখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করলে সফলতা পাওয়া যায় সে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।

happy wheels 2

Comments