হারিয়ে যাচ্ছে গাজীর গান

মানিকগঞ্জ থেকে আব্দুর রাজ্জাক
কালের প্রবাহে অযত্নে অবহেলায় ক্রমশ লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাচ্ছে “গাজীর গান”। গাজির গানের শিল্পরস কৃত্য নাট্যের সীমা অতিক্রম করে আধুনিক শ্রোতাকে ধর্মযুক্ত মানবীয়তার আহবান করে। প্রধানত ফরিদপুর, নোয়াখালি, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, মানিকগঞ্জ এলাকায় এ গান বহুল প্রচারিত ছিল।

সন্তান লাভ, রোগব্যাধির নিরাময়, ব্যবসা-বানিজ্যে মুনাফা, অধিক ফসল প্রাপ্তি এরুপ মনবাসনা পুরনার্থে গাজীর গানের পালা দেয়া হতো। মাথায় পাগড়ী পরে দলনেতা হাত পা দুলিয়ে ঘুরে ঘুরে গান পরিবেশের সময় ঢোলক বাঁশীবাদক ছারাও দোহারী থাকে ৪/৫ জন ।

02
প্রথমে আসর বন্দনা এরপর গাজীর জন্মবৃত্তান্ত, বিশালাকৃতির দৈত্য, রাক্ষসের সাথে ভয়ংকর যুদ্ধের বর্ননা, নানা বিপদ থেক মুক্ত করে পূণ্যবাণ ভক্ত সওদাগরের নৌকা বহর রক্ষা এসব বর্ণনা এমনভাবে উপস্থাপন করে যে দর্শক শ্রোতারা মুগ্ধতায় আত্মাভরে।

ধর্ম আসক্ত ও সম্প্রীতির বাণী মানুষের মধ্যে বিলিয়ে দেয় এই গাজীর গান।

happy wheels 2

Comments