প্রবীণদের আহবানে সাড়া দিল ইউনিয়ন পরিষদ
রাজশাহী থেকে মো. জাহিদ আলী
প্রবীণদের আহবানে সাড়া দিয়ে শীতার্ত প্রবীণদের কম্বল সহায়তা করল তালন্দ ইউনিয়ন পরিষদ। গতকাল বিকালে রাজশাহীর তানোর উপজেলা তালন্দ ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডের দেবীপুর ও লালপুর গ্রামে শীতার্ত প্রবীণদের কম্বল বিতরণ করেন তালন্দ পরিষদবর্গ। মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে লালপুর বাজারে কম্বল বিতরণের প্রধান অতিথি ছিলেন তালন্দ ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম।
গত দুই সপ্তাহ যাবৎ উত্তরাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় তালন্দ ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ডের অর্ধশতাধিক প্রবীণ ব্যক্তি তালন্দ ইউনিয়ন পরিষদে শীতার্তদের কম্বল সহায়তার জন্য আবেদন জানান। ইউনিয়ন পরিষদ প্রবীণদের এই আবেদনে সাড়া দেন। ইউনিয়ন পরিষদ ১৪ জানুয়ারি কম্বল বিতরণ করবেন বলে প্রবীণদের আশ্বাস দেন। পরিষদ থেকে প্রাপ্ত ৩০টি কম্বলের সাথে ব্যক্তি উদ্যোগে ৫ নং ইউপি সদস্য আরো ২০টি কম্বল কিনে ৫০ জন শীতার্ত প্রবীণ ব্যক্তিতে সহায়তা করেন।
এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাদের দ্বারা ইউনিয়ন পরিষদ গঠন করেছেন। আমরা সাধ্যমত বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃকালীন ভাতা দিয়ে যাচ্ছি। আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা আজকের এই সহায়তা করতে যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে আপনাদের জন্য যতটুকু সম্ভব প্রাপ্ত অধিকার পূরণ করা।’
ইউনিয়ন পরিষদের কম্বল প্রাপ্ত সত্তোরর্ধ প্রবীণ আব্দুল হামিদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ আমাদের ডাকে সাড়া দিয়ে যে উপকারটুকু আজকে আমাদের করলেন আমরা এই সহায়তা পেয়ে খুশি। আমরা ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন বলেন, ‘আমাদের চাহিদা বেশি সম্পদ সীমিত। সীমিত সম্পদের মাধ্যমে সুষ্ঠ বণ্টন করে যার যেটা প্রয়োজন সেটা করার চেষ্টা করছে ইউনিয়ন পরিষদ। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ অধিক সংখ্যক হারে জনগণের সহায়তা করতে পারবে বলে আমার বিশ্বাস।’
বারসিক এর সমন্বয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৫নং ইউপি সদস্য হাসান আলী। এই সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মামুনুর রশিদ, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাশেম, লালপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলাউদ্দিন আলী, বারসিকের কর্মকর্তা জাহিদ আলী, শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অসীম কুমারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।