সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা রাখার প্রতিশ্রুতি

মানিকগঞ্জ থেকে আছিয়া আক্তার ও রিনা আক্তার

‘জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি, নারীবান্ধব সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক সিংগাইর অঞ্চলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাল্য বিয়ে, নারী নির্যাতন যৌন হয়রানিসহ সকল প্রকার সামাজিক ও প্রাকৃতিক সহিংসতার বিরুদ্ধে স্থানীয় প্রান্তিক ও সচেতন জনগোষ্ঠীকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

66595761_1258623454311948_4893756655562391552_n
তারই ধারাবাহিকতায় সম্প্রতি সিংগাইর বায়রা ইউনিয়নের পাছঁপাড়া ও সিংগাইর পৌরসভার ঘোনাপাড়া ও বকচর ঋষিবাড়ি নারী উন্নয়ন সমিতি ও বারসিক’র আয়োজনে কমিউনিটি পর্যায়ে সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ‘সরকারি সেবা প্রাপ্তির উপায় ও করণীয়’ শীর্ষক তিনদিনব্যাপী সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পাঁছপাড়া,ঘোনাপাড়া ও ঋষিবাড়িতে সংগঠনের সভাপতি হিসেবে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন নাজমা বেগম, সুইটি বেগম ও নন্দরাণী দাস। প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান হিসেবে আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব। বায়রা ইউনিয়নের পাঁছপাড়ার এই রাস্তা কার্পেটিং করে দিব শর্ত হলো ইউপির মাধ্যমে এটি ভরাট ও সংস্কার করতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে সকল নারী মাতৃত্বকালীন ভাত পাবেন। বারসিক ও আপনারা যে তালিকা দিয়েছেন এগুলো গুরুত্বসহকারে দেখব।’

66820047_1258623387645288_7465071211089756160_n
দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন আক্তার বলেন, ‘এই গ্রামে যতজন শিক্ষার্থী সিংগাইর ডিগ্রী কলেজে পড়ে আমি তাদের বেতন ফ্রি এবং উপবৃত্তির ব্যবস্থা করব। নারীদের জন্য দৈনিক ১০০ টাকা হাজিরাসহ সেলাই প্রশিক্ষণের সুযোগসহ মহিলা সংস্থার সকল সেবা আপনাদের জন্য খোলা থাকবে। তবে সংগঠনের নেতা নেতৃদের যোগাযোগ রাখতে হবে। এছাড়াও নারী নির্যাতন বাল্য বিবাহ যৌতুক যৌন হয়রনি সংক্রান্ত যে কোন সমস্যায় আমাকে ফোন করবেন আমার সাধ্যমত ব্যবস্থা নিব।’

তৃতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল বলেন, ‘আমি আপনাদের সন্তান এখনো দৃশ্যমান কোন কাজ করতে পারিনি। তবে প্রতিশ্রুতি দিচ্ছি যে, এই অর্থবছরেই এখানে আরসনিকমুক্ত গভীর নলকুপ স্থাপন হবে।’ এছাড়াও নারী নির্যাতন, বাল্য বিয়ে ও মাদক থেকে আগে আমরা যেন নিরাপদ থাকি সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।’

IMG_20190714_161619
প্রতিটি অনুষ্ঠানে কর্মসূচির ধারণাপত্র ও উদ্দেশ্য পাঠ করেন বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম। এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পারভিন আক্তার, বিনোদপুর নয়াপাড়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক হারিজ উদ্দিন সেপু, সুফিয়া বেগম, ফিরোজা বেগম উষারাণী দাস, সুনিতা দাস ও রণজিত দাস প্রমূখ।

happy wheels 2

Comments