সাম্প্রতিক পোস্ট

ছাগল পালনে সংসারে স্বচ্ছলতা আনছেন ফাতেমা বেগম

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার ডাক

মো. নজরুল ইসলাম: মানিকগঞ্জ
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে মানিকগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও পাসার অংশগ্রহণে রালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সচেতনতামূলক এই কর্মসূচিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারভীন বেগমের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী বজলর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান। সংহতি বক্তব্য রাখেন পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার ও প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, নারী পুরুষে বৈষম্য হ্রাস করতে হলে ন্যায্যতার ভিত্তিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। সামাজিক সহিংসতা প্রতিরোধে ঘরে বাইরে ও শিক্ষার্থীদের মাঝে সরকারি ও বেসরকারি সংগঠনগুলোকে আরও নানা কর্মসূচি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এভাবেই আমরা সহিংসতামুক্ত নারীবান্ধব বিশ্বের দিকে এগিয়ে যাব।

happy wheels 2

Comments