চলুন সবাইকে নিয়ে বাঁচি
চট্টগ্রাম থেকে তরুণ বিশ্বাস
“চলুন সবাইকে নিয়ে বাঁচি”। এই ব্রত বুকে লালন করে চট্টগ্রামের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন *মানবিক* সর্বদাই পাশে থাকে, সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীদের সেবা দিয়ে আসছে। তাদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে মানবিক দ্বারা পরিচালিত হচ্ছে তিনটি স্কুল, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে দিয়ে থাকে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, রক্তের প্রয়োজনে খোঁজ দিয়ে থাকে রক্ত দানকারীর, ঈদ-পূজোয় পথশিশুদের দিয়ে থাকে নতুন জামা। এছাড়াও দুরারোগ্য রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য তহবিল গঠন, মাদকবিরোধী প্রচারণা, বর্ষাকালে বৃক্ষরোপণ, ফ্রি-ফ্রাইডে স্কুল ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে বন্দর নগরীর দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়ায় সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনটি। শতাধিক তরুণের স্বেচ্ছাশ্রমের সম্মিলিত এই সংগঠন নিয়মিত বৈঠক ও ফেসবুক গ্রুপের কর্মপরিকল্পনা দ্বারা এগিয়ে চলছে।
“মানবিক” প্রতি বছরের ন্যায় এবছরও দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীত-বস্ত্র বিতরন করে। প্রথম দফায় গত ২০ ডিসেম্বর মঙ্গলবার বোয়ালখালীর শ্রীপুর ও খরণদ্বীপ এলাকার ২০০ হত-দরিদ্র পরিবারের নিকট শীতবস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর্ত-মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এই সংগঠনটি। দ্বিতীয় পর্যায় হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের জঙ্গল উদালিয়া ত্রিপুরা পল্লীতে মানবিক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ১১০টি পরিবারকে শীতবস্ত্র দেয়। এর আগে প্রায় মাসখানেক ধরে চলে ওদের প্রস্তুতি, কর্ম-পরিকল্পনা ও ফান্ড কালেকশন।
নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায়, পার্কে, শপিং মলে, পাপলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইনের মাধ্যমে প্রাপ্ত তহবিল দিয়ে করা হয় শীতবস্ত্র ক্রয়, তারপর সেগুলোর সাথে বিভিন্ন বাসা-বাড়ি থেকে সংগৃহিত কাপড় বাছাই করে চলে প্যাকিং। উল্লেখ্য যে, এই কার্যক্রম পর্যায়ক্রমে আরও দু’টি ভিন্ন ভিন্ন জায়গায় পরিচালিত হবার কথা রয়েছে মানবিকের। এই কার্যক্রমে ‘সম্প্রীতি-র’ মতন সমমনা সংগঠনও মানবিকের জন্য ফান্ড কালেকশনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
আগামীতে সমাজের সামর্থ্যবান সকল শ্রেণীর অংশগ্রহণে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে টিম মানবিক।