আকাশভরা সূর্য, বিশ্বভরা প্রাণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে তাহমিদ হাসান সজল:
“আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।”
– রবীন্দ্রনাথ ঠাকুর, আকাশ ভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ, গীতিবিতান।
প্রকৃতির প্রকৃতি আদতে আলো। এই আলোর বিন্যাস সমাবেশকেই আমরা রঙ বলি, আর আলোহীনতাকে বলি অন্ধকার। প্রাকৃতিকভাবে প্রাপ্ত আলোর সবচেয়ে বড় উৎসের নাম আমরা দিয়েছি- সূর্য। সূর্য থেকে যেহেতু আমরা আলো পাই, তাই সূর্যের প্রকৃতিই আলোর প্রকৃতি। অর্থাৎ, সূর্যের প্রকৃতি ও প্রকৃতির প্রকৃতি এক ও অভিন্ন।
পৃথিবীর আকাশে খালি চোখে সবচেয়ে বড় যে নক্ষত্রটি দেখা যায় তা হল সূর্য, যার আগমনে প্রকৃতি আলোকিত হয়ে উঠে এক নতুন সাজে। মানুষ যখন আগুন জ্বালানোও শিখেনি, সূর্যই ছিল আলো ও তাপের একমাত্র উৎস। সহস্রাব্দের পর সহস্রাব্দ পুব আকাশের এই অতিথির আগমন দিল মানুষের সমাজে একে চিরস্থায়ীত্বতার প্রতীক, শ্রেষ্ঠত্বর প্রতীক। সূর্যের বিশালতাকে স্বীকার করে নিয়ে, মুগ্ধ হয়ে অনেক সমাজেই একে অধিষ্ঠান করা হয়েছে দেবতার আসনে। বিশেষত, মিশরীয় সভ্যতার আমন রা যাকে হোরাস বলেও সম্বোধন করা হয়, গ্রীসের হেলিওস, রোমান সল এদের অবস্থান দেবকুলে খুবই উঁচুতে। বর্তমানে সূর্যের আহ্নিক গতি, বার্ষিক গতি সংক্রান্ত জ্ঞান সূর্যের এই মহামতি আসনকে আরো সমৃদ্ধ করেছে, বিশেষত সৌরশক্তির ব্যবহার আবিস্কারের পর।
পৃথিবীর খাদ্যশৃংখল মূলত সূর্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন তৈরী করা সম্ভব নয় সূর্যের আলোর উপস্থিতি ব্যতীত। প্রকৃতির যে রুপ দেখে আমরা মুগ্ধ হই তা মূলত সূর্যের আলোর উপস্থিতি, কোণ বা পরিমাণের কারসাজি। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির সাথে সূর্যালোকের মিথস্ক্রিয়ার ফলে প্রকৃতির রুপ ক্ষণে ক্ষণে বদলায়। গ্রীক পুরানে সূর্যের এই বদলকে বোঝাতে কল্পনা করা হয়েছিল হেলিওস নামক দেবতার। যিনি প্রত্যুষে তার রথে করে সূর্যকে আকাশে হাজির করান এবং সারাদিন আকাশময় দাপিয়ে পশ্চিমে অস্ত যান।
সূর্যের সেই রঙ, বর্ণকে ক্যামেরার লেন্সে ধরার এক ব্যর্থ প্রচেষ্টা।
আলোকচিত্র-১: দিনের সূচনা
আলোকচিত্র-২: সকালের প্রশান্তি
আলোকচিত্র-৩: শিশিরের রঙধনু
আলোকচিত্র-৪: ঝলমলে সবুজ সকাল
আলোকচিত্র-৫: রৌদ্রস্নাত দুপুর
আলোকচিত্র-৬: হলুদাভ বার্ধক্য
আলোকচিত্র-৭: দ্বিধান্বিত উদাস বিকেল
আলোকচিত্র-৮: কর্মব্যস্ততার সমাপ্তি
আলোকচিত্র-৯: লাল সিঁদুরে সন্ধ্যা
আলোকচিত্র-১০: পরিশ্রান্ত রাত
*** সকল আলোকচিত্রের কপিরাইট লেখক এবং বারসিক নিউজ এর।