নারীদের মর্যাদা রক্ষায় পুরুষদের ভূমিকা রাখতে হবে

নারীদের মর্যাদা রক্ষায় পুরুষদের ভূমিকা রাখতে হবে

মানিকগঞ্জ থেকে এম আর লিটন

দেশের অগ্রগতির সাথে সাথে বেড়েছে নারীর ক্ষমতায়ন। সেই সাথে নারীরা এখন অত্মনির্ভরশীল। পুরুষের পাশাপাশি নারীরা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, শিল্প-সাহিত্য ও খেলাধুলাসহ প্রতিটি বিষয়ে নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ নারী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ ।

28575818_596694677351621_3752766363945402368_n
বর্তমানে নারী শিক্ষার মান বেড়েছে। নারীর মেধা ও চিন্তা চেতনাকে বিকশিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নারী নির্যাতন বন্ধ ও নারীর সম অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও নারীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

28576649_644944875848454_1507459256006139820_n
প্রতিবারে মতো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এই মানববন্ধনে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নারী নেত্রীরা অংশ নেন।

কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আবদুল মতিন। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জামিলা খাতুন, জেলা নারী নেত্রী নীনা রহমান, লক্ষ্মী চ্যাটার্জি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

28660696_596694560684966_2585302357772337152_n
বক্তারা বলেন, “পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই নারীরা এখন মর্যাদাশালী। নারী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নারীদের মর্যাদা রক্ষায় পুরুষদের ভূমিকা রাখতে হবে। তবেই নারীর সম্মান, সক্ষমতা বজায় থাকবে।”
বক্তারা আরও বললেন, “বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও ধর্ষণসহ সকল প্রকার নারী নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীকে নারী হিসেবে নয়; মানুষ হিসেবে ভাবতে হবে। নারীর শ্রম অধিকারসহ সম অধিকার প্রতিষ্ঠায় আমাদের আরও সচেতন হতে হবে ।’

happy wheels 2

Comments