সাম্প্রতিক পোস্ট

নেত্রকোনা আঞ্চলিক ট্রি অলিম্পিয়াডের যাত্রা শুরু

নেত্রকোনা আঞ্চলিক ট্রি অলিম্পিয়াডের যাত্রা শুরু

নেত্রকোনা থেকে আওলাদ হোসেন রনি

শুরু হলো বৃক্ষ বিষয়ক পৃথিবীর প্রথম অলিম্পিয়াড ‘ট্রি অলিম্পিয়াড। নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড-২০১৮ এর শুভ উদ্বোধন হয় নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে।

30265174_1521490554639410_3919917786450504802_n

প্রাণের প্রথম জাগরণ, তুমি বৃক্ষ আদিপ্রাণ- কবিগুরু রবি ঠাকুরের বৃক্ষ কবিতার এই লাইনকে স্লোগান হিসেবে সামনে রেখে গত ৮ এপ্রিল ২০১৮ তারিখে যাত্রা শুরু করেছে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড। বারসিক এবং নেত্রকোনা সম্মিলিত যুব সমাজ এবং আটপাড়া শিক্ষা-সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এর যৌথ আয়োজনে আয়োজিত এ অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে barciknews.com.

30411838_2044568032530138_222186657994410192_n

নেত্রকোনা জেলার ৫০টির বেশি স্কুলের মধ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় চার হাজারেরও বেশি শিক্ষার্থী। তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড। প্রাথমিক পর্যায় অর্থ্যাৎ স্কুল পর্যায়ে প্রাথমিক বাছাইয়ে পাঁচ জনকে গ্রীন কার্ড প্রদান করে দ্বিতীয় পর্যায় অর্থ্যাত উপজেলা পর্যায়ে অংশ গ্রহণের জন্য নির্বাচিত হবে। এভাবে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রতি উপজেলা থেকে ১০ জনকে নির্বাচিত করা হবে। নেত্রকোনা জেলার সদর উপজেলা, কলমাকান্দা, বারহাট্টা, কেন্দুয়া এবং আটপাড়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

30264451_1521490647972734_7130733864196042400_n

গত ৮ এপ্রিল সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বাতেন, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ গোলাম মোস্তফা, বারসিকের আঞ্চলিক সমন্বয়ক মো. অহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, আলপনা বেগম, প্রকৃতি বাচাও সংগঠন এর সভাপতি তানভীর জাহান চৌধুরী এবং কবিরাজ আব্দুল হামিদ। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের আহ্বায়ক তপতি শর্মা। উদ্বোধনী অধিবেশনের শুরু হয় তিন জাতের তিনটি বৃক্ষ রোপণ করে। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক একটি আম গাছের চারা রোপণ করে অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়। এরপর বারসিকের পক্ষ থেকে একটি নিম গাছ এবং সম্মিলিত যুব সমাজের পক্ষ থেকে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করে অনুষ্ঠান শুরু হয়। এ দিন শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি সহিংসতা রোধে শপথ গ্রহণ করা হয়।

happy wheels 2

Comments