সাম্প্রতিক পোস্ট

প্রতিটি প্রাণই একে উপরের উপর নির্ভরশীল

সিংগাইর মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান
“আর নয় অঙ্গীকার এবার হোক বাস্তবায়ন: প্রাণ বৈচিত্র্য ফিরিয়ে আনি”-এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের সিংগাইর উপজেলার উত্তর গোলাই ডাঙ্গা গ্রামে কৃষি প্রতিবেশ বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষনে সংহতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। বারসিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় গ্রামের প্রবীণ কৃষক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন নিরাপদ খাদ্য উৎপাদক মোঃ আনোয়ার হোসেন,মোঃ শাহীন আলম, মোঃ চানমিয়া ও আফসার আলী।


অনুষ্ঠানে বারসিক কর্মকর্তা শিমুল বিশ্বাস কৃষি প্রতিবেশ বিজ্ঞান ও আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসের বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অর্থনৈতিকভাবে লাভজনক, জলবায়ুবান্ধব, সামাজিক ন্যাযতার ভিক্তিতে পরিচালিত প্রাণবৈচিত্র্যনির্ভর কৃষি উৎপাদন ও খাদ্য ব্যবস্থাপনাই হলো কৃষি প্রতিবেশ বিজ্ঞান। এগ্রোইকোলজি নিজেই একটি বিজ্ঞান, চর্চা একই সাথে আন্দোলন। কৃষি প্রতিবেশ বিজ্ঞান স্থানীয় জ্ঞান ও চর্চাকে প্রাধান্য দিয়ে চাষাবাদের প্রাকৃতিক প্রক্রিয়া ও চক্রকে সমুন্নত রেখে খাদ্য সার্বভৌমত্ব অর্জনের অধিকতর গুরুত্ব প্রদান করে। কৃষিপ্রতিবেশ বিজ্ঞান তাই একটি সামগ্রিক পদ্ধতির মাধ্যমে কৃষির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অধ্যাত্মিক দিকগুলো বিবেচনা করে কৃষক-শ্রমিক,উৎপাদক জনগোষ্ঠির এবং ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ পক্রিাকে প্রাধান্য দেয়।’


বারসিক কর্মকবর্তা শিমুল বিশ্বাসের আলোচনার সূত্র ধরে অংশগ্রহণকারী তাদের অভিব্যক্তি প্রকাশে জানান, প্রকৃতির প্রতিটি প্রাণেরই আলাদা আলাদা গুরুত্ব ও কার্যকারিতা রয়েছে এবং প্রতিটি প্রাণই একে উপরের উপর নির্ভরশীল। পৃথিবীতে প্রাণের বিলুপ্তি যত হবে মানুষের জীবন ততোই সংকটের মুখে পড়বে। তাছাড়া মানুষের জীবন টিকে আছে প্রকৃতির প্রতিটির প্রাণকে কেন্দ্র করে। বক্তারা বলেন, ‘প্রতিটি প্রাণের টিকে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। কৃষকের ফসল উৎপাদনের জন্য প্রয়োজন হয় মাটির। কিন্তু মাটির মধ্যে অসংখ্য প্রাণের অস্তিত্ব রয়েছে। আমরা মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ও মাটির নিচ ও উপরিভাগের ঘাসের ওষুধ ব্যবহার নানা ধরনের প্রাণগুলো ধ্বংস করে ফেলছি। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈবসার ব্যবহার বৃদ্ধি করতে হবে তাহলে মাটির স্বাস্থ্য ঠিক থাকবে এবং অনেক প্রাণ টিকে থাকবে।’


পরবর্তীতে জৈব কৃষি চর্চা করি মাটির স্বাস্থ্য রক্ষা করি, আমার বীজ আমার অধিকার, সকল প্রাণের প্রতি শ্রদ্ধাশীল হই, বিষমুক্ত খাদ্য উৎপাদন করি, আমার মাটি আমার মা রক্ষা করি সর্বদা নানাবিধ স্লোগান নিয়ে সংহতি মানববন্ধনের মাধ্যমে প্রাণবৈচিত্র্য সংরক্ষণের প্রতি সংহতি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

happy wheels 2

Comments