ঘিওরে বিজয় মেলায় ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা ’ অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ
কালের বিবতর্নে প্রায় হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার জনপ্রিয় ‘লাঠি খেলা। ঐতিহ্য ধরে রাখতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় এ খেলাটি। তেরশ্রী কে এন ইনস্টিটিউট মাঠে মুক্তিযোদ্ধের চেতনায় ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত বিজয় মেলার শুভ উদ্বোধনের পর এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় মেলা পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, তেরশ্রী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারই সম্পাদক আব্দুল আলিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ভিপি শামিম,বীরমুক্তিযোদ্ধা টাইগার লোকমান প্রমুখ উপস্থিতিতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ।
এ মেলা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আবহমান বাংলার জনপ্রিয় এই খেলা দেখতে ঘিওর উপজেলার দুর-দুরান্তের গ্রাম থেকে শিশু, কিশোর, মহিলাসহ নানা বয়সী মানুষ ভীড় জমায়। ৪৩ জন বীর শহীদদের রক্তস্নাত স্মরণ উপলক্ষে ১৯৯৪ সাল থেকে হয়ে আসছে এ বিজয় মেলা। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয় বলে জানান মেলা আয়োজক কমিটি।