মানিকগঞ্জে কবিতা উৎসব
মানিকগঞ্জ থেকে নজরুল ইসলাম
কবি কবিতার কথা বলেন, সহিত্যের কথা বলেন শিল্পের কথা বলেন, গানের কথা বলেন, সকল প্রাণের কথা বলেন, প্রাণ-প্রকৃতি-প্রতিবেশের কথা বলবেন এটিই কাম্য। পৃথিবীর সভ্যতার রূপান্তর, মানুষের চরিত্রের রূপান্তর হলে কবিতারও রূপান্তর ঘটে সেটি পুস্তকে লিপিবদ্ধেরও পূর্ণ রূপ পায়না যতখন না সেটি আবৃত্তিতে আসে। আবৃত্তিই হলো কবিতার প্রাণ ও একজন সার্থক কবির প্রকৃত পাওয়া।
গত ২৭ এপ্রিল মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বিজয় মেলার মাঠ) এ শিল্প সাহিত্য ও মননের কাগজ মানুষ এর আয়োজনে ও গবেষণাধর্মী উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক, প্রথম আলো বন্ধু সভা, উত্তরণ, প্রগতি লেখক সংঘ, উদীচী এর সহযোগিতায় অনুষ্ঠিত কবিতা উৎসবে কবিগণ উপরোক্ত কথা বলেন।
কবিতা উৎসবে কবি জাহাঙ্গীর মহাম্মদ রুদ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন কবি শফিক সেলিম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যাড.দিপক কুমার ঘোষ, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার, প্রথম আলো বন্ধুসভা জেলা সভাপতি মাহবুব আলম রাসেল, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ফারহান ইশহাক। কবিতা নিয়ে আসেন ভারতের কলকাতা থেকে কবি তপন রায় চৌধুরী, বাংলাদেশের বিশিষ্ট কবি সরদার ফারুক, কবি শাওন সৈয়দ, কবি মাহমুদ কামাল, হিমু মাইন, শেখ মনির হোসেন, নাসির উদ্দিন শাহ, মামুন মানিক শেখ রাজা রোজা, কবি জসিম উদ্দিন অশীসহ নবীণ ও প্রবীণ মিলে ৩৮ জন কবি কবিতা আবৃত্তি করেন।
তাদের আবৃত্তি ও সুরে শুন্য মাঠ যেন ভরে গিয়েছিল, পাখির মত তাকিয়ে ছিলো মানুষ। কবিগণ বলেন, “কবিতা প্রাণ- প্রকৃতি- পরিবেশ ও প্রতিবেশের কথা বলে, আমার পল্লী বালক রাখালের কথা বলে, মা মাটি নদীর মোহনার কথা বলে। আমরা অপসংস্কৃতি ও কুসংস্কারমুক্ত দেশ দেখতে চাই, আমরা চাই অসাম্প্রদায়িক বিজ্ঞান মনস্ক বাংলাদেশ, আমরা চাই সুজলা সুফলা সশ্য শ্যামলা সোনার বাংলাদেশ।”