সাম্প্রতিক পোস্ট

মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম ও রিনা আক্তার

প্রতিবছরের ন্যায় এবারও সারা দুনিয়ার বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। গতকাল ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষে গতকাল বারসিক ও সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় অডিটরিয়ম রুমে প্রতিবেশীয় শিক্ষার আলোকে নারীবান্ধব সাংস্কৃতিক সমাজ বিনির্মাণে সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

IMG_20191005_123322
সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিক্ষক আন্দোলনের নেত্রী অধ্যাপক শাহীন আক্তার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, জিজি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সরকার, রায় দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, পারিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মোজাম্মেল হক, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায় প্রমুখ।

IMG_20191005_123619
মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বছরে একদিন হলেও আমরা আমাদের সুখ দুঃখের কথা বলতে পারি। সেটি আরো বড় পরিসরে হলে আরো ভালো হয়। আমরা কেউ চাকরি করি,কেউ ব্যবসা করি, কেউ সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষকতা করি। সেটি যতই কম হোক সেটিকে ভিত্তি ধরে সরকারকে শিক্ষকদের প্রতি আরো যত্নবান হওয়ার দাবি জানি জানাই।’ তারা আরও বলেন, ‘আজকের এই দিনে পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানাই। শিক্ষা পদ্ধতির সংস্কার চাই, শিক্ষকদের জন্য যোগ্যতার ভিত্তিতে স্বতন্ত পে স্কেল চাই। শিক্ষার সংখ্যাগত পরিবর্তন হয়েছে। আমরা মনে করি আমাদের দাবিগুলো মানলে সমাজে নারী ও পুরুষের সামাজিক ন্যায্যতাসহ গুণগত পরিবর্তন পর্যায়ক্রমে আসবেই।’

IMG_20191005_123621
উল্লেখ্য যে, ১৯৪৮ সালে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাবেক রাষ্টপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা খাতে অবদানের প্রতি শ্রদ্ধা রেখে এই দিনে ভারত সরকার শিক্ষক দিবস পালন করে। এবং এরই ধারবাহিকতায় ১৯৯৪ সালে ৫ অক্টোবর একই দিনে আন্তর্জাতিকভাবে ইউনোস্কের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালনের যাত্রা শুরু হয়।

happy wheels 2

Comments