জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বারসিক নেত্রকোনা স্টাফদের ভালোবাসার উপহার
নেত্রকোণা থেকে অহিদুর রহমান ও হেপি রায়:
চলমান করোনা মহামারী মোকাবেলায় নেত্রকোনা জেলার বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রশাসনের সাথে সংহতি জানিয়েছেন বারসিকের নেত্রকোনা অঞ্চলের কর্মকর্তাবৃন্দ। তারা তাদের একদিনের বেতরের অংশ ১৫ হাজার টাকার একটি চেক গত ১ জুন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম এর মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. সাবিহা সুলতানা। বারসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বারসিকের নেত্রকোনা রিসার্স সেন্টারের সমন্বয়কারী অহিদুর রহমান ও কর্মসূচী কর্মকর্তা হেপি রায়। বারসিকের এই সহযোগিতার জন্য জেলা প্রশাসক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ এ সকল দূর্যোগে সরকারের সকল কাজে বারসিক তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশ আক্রান্ত হওয়ার আগে থেকেই গত ফেব্রুয়ারী মাস থেকেই বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের উদ্যোগে এলাকার মানুষের মাঝে সচেতনতামূলক কাজ শুরু করেছিলো। এলাকার বিভিন্ন ব্যক্তি, যুব ও সামাজিক সংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সকলের সমন্বিত প্রচেষ্টায় এই ভাইরাস সম্পর্কীত তথ্য বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে হাজার হাজার মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়া হয়, যা এখনও অব্যাহত রয়েছে। লিফলেটিং, বিলবোর্ড স্থাপন, হ্যান্ড সেনিটাইজার তৈরি, হাত ধূয়ার কৌশল, শারীরিক দূরত্ব রক্ষা করা সহ বিভিন্ন কাজে মানুষকে সহযোগিতা করে চলেছে বারসিকের কর্মী ও ভলান্টিয়াররা। করোনাকালীন সংকট মোকাবেলায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সহযোগিতা, কৃষকের বোরো ধান কাটা ও উত্তোলনে সহযোগিতা করে যাচ্ছে বারসিকের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। গ্রামীন হাট বাজারগুলোকে ঘিঞ্জি জায়গা থেকে ফাঁকা মাঠে বসানোর উদ্যোগ, ফসলেরর বীজ সংকট বীজ বিনিময় প্রক্রিযাকে গতিশীল করাসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বারসিক নেত্রকোনা অঞ্চল।