সাম্প্রতিক পোস্ট

বাঁদুরের নিরাপদ আবাস

সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল

কেওড়া গাছের ডালে নিরাপদে আশ্রয় গেড়েছে কয়েক হাজার বাঁদুর। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের পাদদেশে নীলডুমুরের ৩৪নং বিজিবি এরিয়ার মধ্যে খোলপেটুয়া নদীর চরে কেওড়া বনে দিনের বেলা দেখা মিলবে অসংখ্য বাঁদুর গাছের ডালে ঝুলছে। লোকালয় মুক্ত কেওড়া বনে নির্বিঘেœ আলা তৈরি করে মুক্তমনে দীর্ঘদিন যাবৎ বাস করছে বাঁদুরের দল।
Bat
বাদুরের ইংরেজি নাম Bat এবং বৈজ্ঞানিক নাম Pipistrellus Pipistrellus. দিনের বেলা পুরানো ভাঙাচোরা বাড়ি, ঘর, দালান বা বন বাদারে গাছের ডালে ঝুলে থাকে এই বাঁদুর। গাছের উঁচু ডালে পা দিয়ে ঝুলন্ত অবস্থায় ঘুমিয়ে নেয় তারা। বাঁদুরের প্রধান বৈশিষ্ট্য হল এরা কোন বাসা বাঁধে না। ডিমও পাড়ে না; মুখ দিয়ে বাচ্চা প্রসব করে। সকল বাচ্চা তারে মায়ের বুকের সাথে ঝুলে থেকে বড় হয়। বাঁদুর বিরল প্রজাতির পাখি হলেও এটা স্তন্যপায়ী প্রাণী। এরা রাতের বেলা খাবারের সন্ধানে বের হয়। বাঁদুরের দৃষ্টিশক্তি অতি ক্ষীণ। ইলোকেশান বা শ্রবণ শক্তি ব্যবহার করে চলাফেরা করে। চলার সময় মুখ দিয়ে শব্দ করে, সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। সেটাই অনুধাবন করে বুঝতে পারে সামনে বা আশেপাশে কি রয়েছে। বিভিন্ন ধরনের আম, জাম কলা, পেঁয়ারা, লেবু, কুল, সবেদা, ডালিমসহ নানা ধরনের ফলমূল খেয়ে এরা জীবন ধারণ করে। স্থানীয় মানুষদের কাছে প্রচলিত আছে, বাদুর শুভ কিংবা অশুভ বার্তার বাহক। ট্রেনে, বাসে কিংবা লঞ্চে মানুষকে বাঁদুর ঝোলা হয়ে চলার লোককথা চলমান রয়েছে। বাঁদুর (ব্যাটম্যান) একটি জনপ্রিয় চরিত্র। অনেকেই বাত ব্যথার জন্য বাঁদুরের মাংশ খেয়ে উপকার লাভ করে।
Bat-1
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) এর রিজার্ভ শাখা হল এই ৩৪নং ব্যাটালিয়ান। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। প্রশাসনিক এই ক্যাম্পের মধ্যে খোলপেটুয়া নদীর চরে রয়েছে কেওড়া বন। বড় বড় ঘন বনের কেওড়ার ডালে কয়েক হাজার নিশাচর প্রাণী বাদুর নিরাপদেই বসবাস করছে। কেননা বিডিআর ক্যাম্প এর বন লোকালয় মুক্ত। প্রশাসনের মধ্যে একে তো কেউ সহজে প্রবেশ করতে পারে না, একই সাথে কেওড়া বনের বাঁদুরের আলার কাছে কেউ ঘেঁষতে পারে না, কেউ শিকার বা সমস্যা তৈরি করতে পারে না। তবে দিনের আলোতে নদীর পাশ দিয়ে চলার সময় বাঁদুরগুলোর ঝুলে থাকার মনোরম দৃশ্য দেখা যায়। প্রকৃতিতে আগের মতো আর বাঁদুর দেখা যায় না। প্রাকৃতিক ঝোপঝাড়, বনাঞ্চল ও বাঁদুরের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হলেও কেওড়া বনের বাদুরগুলো নির্বিঘেœ টিকে আছে বহু দিন যাবৎ। বছরের বারোমাসই বিডিআর ক্যাম্পের নদীর চরের কেওড়া বনে বাদুর দলের বাস করতে দেখা যায়।

বাঁদুর পরিবেশের এক বিপন্ন প্রজাতি। অপরিকল্পিতভাবে বনাঞ্চাল উজাড়, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করার কারণে প্রকৃতির এক বিরল পাখি বাঁদুর বিলুপ্ত হতে চলেছে। প্রকৃতির ভারসাম্য সুরক্ষায় ও বৈচিত্র্য সুরক্ষায় প্রকৃতির বিলুপ্তপ্রায় প্রজাতি বাঁদুরের নিরাপদ আবাসস্থল রক্ষায় সচেতন হতে হবে, ভূমিকা রাখতে হবে প্রকৃতি প্রেমী সকলকে।

happy wheels 2

Comments