মানিকগঞ্জে ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন

মানিকগঞ্জ থেকে বিমল চন্দ্র রায়
বারসিক ও ঘিওর উপজেলা মহিলা সংস্থার কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে সম্প্রতি ঘিওর সদর এলাকার বিশিষ্ট সুধীজন ও ছাত্র যুবদের অংশগ্রহণে বাংলাদেশ হেলথ ওয়াচ সহযোগিতায় স্বাস্থ্য অধিকার বিষয়ক এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি বিশিষ্ট পরিবেশবাদি ও সমাজসংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থার মানিকগঞ্জ শাখার চেয়ারম্যান ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি নারীনেত্রী লক্ষী চ্যাট্যার্জি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম সম্পাদক সাংবাদিক আবুল কারাম আজাদ, অধ্যক্ষ( অ:) মনোয়ার হোসেন মনির, যুব বিষয়ক সম্পাদক মো: ইকবাল খান, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারি মিজানুর রহমান হৃদয়, ঘিওর অঞ্চলে বিশিষ্টজন অধ্যাপক (অব) অজয় কুমার রায়, অধ্যাপক (অ:) সালেমা বেগম, সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগম, শিক্ষক দোলা রায়, সংরক্ষিত নারী আসনের জেলা পরিষদ সদস্য জোৎ¯œায়ারা শিমু, ঘিওর ইউপি সংরক্ষিত নারী মেম্বার নাহিদা সুলতানা, বারসিক ঘিওর অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবীর কুমার সরকার প্রমূখ।
সভায় আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচ’র প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী, স্বাস্থ্য অধিকার ফোরামের মোরশেদুল আলম, বারসিক’র বিমল চন্দ্র রায় উল্লেখ বারসিক জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারনে সম্পাদক ও হোস্ট সংস্থা হিসেবে দ্বায়িত্ব পালন করবে।


সভায় অধ্যাপক অজয় কুমার রায়কে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ট ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও আনোয়ার হোসেনকে সমন্বয়কারি নির্বাচন করে ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম গঠন করা হয়।

happy wheels 2

Comments