সাম্প্রতিক পোস্ট

প্রকল্প কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিষয়ভিত্তিক কর্মশালা অব্যাহত থাকুক

মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস ও মো.নজরুল ইসলাম

“নিজের দক্ষতার উন্নয়ন করি, সেবামুখী অধিকার নিয়ে অংশীজনের পাশে থাকি’-এই স্লোগানকে ধারণ করে বারসিক’র উদ্যোগে গতকাল বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রকল্প কর্মী পর্যায়ে কাজের অগ্রগতি ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদলের সভাপতিত্বে সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার প্রমুখ।

কর্মশালা কমিউনিটি পর্যায়ে নিয়মিত কাজের অংশ হিসেবে প্রাথমিক তথ্য ও উপকরণ সহায়তায় তাৎক্ষণিক ফলাফল, প্রত্যাশিত ফলাফল এবং পরিবর্তনের প্রভাব বিষয়ক ছাড়াও স্টেক হোল্ডার ও ঝুঁকি বিশ্লেষণ নিয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শেষে সকলের মতামত নিয়ে প্রত্যেকের পরিকল্পনায় নতুন ধারণাভিত্তিক কাজ যুক্ত করার প্রত্যয় নিয়ে সমাপনী হয়।

happy wheels 2

Comments