সাম্প্রতিক পোস্ট

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবাসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান

ঢাকা থেকে হেনা আক্তার রুপা
বারসিক’র উদ্যেগে কমিউনিটির সদস্য ও শহর সমাজসেবা অফিসার নিয়ে নগরের নিম্ম আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা ও প্রত্যাশা র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সভায় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো: জহির উদ্দিন, বারসিক’র পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, সমনন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম, সহকারী কর্মসূচি কর্মকর্তা হেনা আক্তার রুপা, কমিউনিটি ফ্যাসিলিটেটর পূজা রানী মন্ডল ও রুনা আক্তার এবং বিওএসসি সভাপতি হোসনে আরা বেগম রাফেজা।


সভায় শহর সমাজসেবা অফিসার মোঃ জহির উদ্দিন বলেন, ‘সমাজসেবা অধিদপ্তরে সরকার বিভিন্ন সেবা দিচ্ছে। আমাদের দেশ উন্নত রাষ্ট্রে গঠন করার জন্য সরকার বর্তমানে মোবাইলের মাধ্যমে ভাতা প্রদান করছে। তা উত্তোলন করা নিজের দায়িত্ব। সকলকে এ বিষয়ে জানতে বুঝতে হবে। সমাজসেবা থেকে শিক্ষা উপবৃত্তি, বয়স্কভাতা, দলিত ভাতা, প্রতিবন্ধি ভাতা দিয়ে থাকে।’ বিওএসসি’র সহ সভাপতি হারুন অর রশিদ বলেন, নি¤œ আয়ের মানুষের অক্লান্ত পরিশ্রমে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজসেবা যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সে প্রশিক্ষণে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।’


বারসিক’র পরিচালক সৈয়দ আলী বিশ্ব্াস বলেন, ‘আয়ের সন্ধানে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় চলে আসছেন জলবায়ু পরিবর্তনে কারনে। সমাজের সকল মানুষ নগরের সরকারী সেবা পরিসেবা পাচ্ছে না। এ মানুষগুলো শহরে এসে তাদেও নিজস্ব পরিচয় হারিয়ে ফেলেছে। তারা শিক্ষা, বিনোদন, চিকিৎসাসহ মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত। রাশেদ হাওলাদার বলেন, ‘বাংলাদেশ একটি মাইলফলক হয়ে যাচ্ছে, ভূমিহীন বাস্তুহারা মানুষদের জন্য বাসস্থানের ঘর দিয়েছে। ১৭ লক্ষ মানুষদের পুর্নবাসিত করেছে। বারসিক নগরে নিম্ন আয়ের মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে।’

happy wheels 2

Comments