সাতক্ষীরায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও প্রচার অভিযান অনুষ্ঠিত
সাতক্ষীরা থেকে জাহাঙ্গীর আলম
ভয় নয়, সচেতনতাই রুখেই ডেঙ্গু” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিম এলাকায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরন ও প্রচার অভিযান ও ক্যাম্পেইন করেছে সম্প্রতি।
সাতক্ষীরার সুলতানপুর থেকে শুরু করে সাতক্ষীরা টাউন সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় ও সাতক্ষীরার কয়েক এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করে এ সংগঠনের সদস্যরা।
এ সময় সংগঠনের সদস্যরা সাধারণ মানুষদের বলেন, ডেঙ্গু থেকে মুক্তির একমাত্র উপায় নিজে সচেতন থাকা, অন্যকে সচেতন করা এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। এই সময় উপস্থিতি ছিলেন শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান,সাধারণ সদস্য সাহেদ হাসান, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, তায়েব হাসান ও বারসিকের যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।