সাম্প্রতিক পোস্ট

একটি বীজ একটি প্রাণ, রোপণে বাঁচায় পৃথিবী

রাজশাহী থেকে রিনা মাহালি

‘একটি বীজ একটি প্রাণ, বপন রোপণে বাঁচায় পৃথিবী, বাঁচায় প্রাণ’-এই স্লোগান সামনে রেখে তানোর মুন্ডুমালা পাঁচন্দর মাহালী পাড়া নতুন পথে এগিয়ে যাবো কিশোরী সংগঠন ও থানতলা লাহা চালা কিশোরী সংগঠন ও বারসিক’র যৌথ উদ্যোগে সম্প্রতি বরেন্দ্র অঞ্চলের বীজ ও বৃক্ষ সুরক্ষা প্রচারণা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে মিশন পাড়া গ্রামে করব স্থানের পতিত জায়গায় ও রাস্তার পাশে পড়ে থাকা পতিত জায়গায়, তাল বীজ রোপণ করা হয়। অংশগ্রহণ কারী আইরিন হেমব্রোম বলেন, ‘এভাবে ক্যাম্পইনের মাধ্যমে জনগোষ্ঠীকে আস্তে আস্তে সচেতন করা সম্ভব।

তিনি আরও বলেন, বারসিক ছাড়াও দেশে যে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, সকল সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণের কাজ করলে জনগোষ্ঠীকে সচেতন করা যাবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরী ও নারীকে স্যানিটারি ল্যাপকিন দেওয়া হয়।

happy wheels 2

Comments