সাতক্ষীরায় বস্তিবাসীর জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসাদুল ইাসলাম, সাতক্ষীরা:
‘আমরা জলাবদ্ধতার ভেতরে বাস করি, আমাদের এখানে টয়লেট নেই, মালিকের জায়গায় থাকি তাই টয়লেট বেশি তৈরী করতে দেয় না। দু’তিনটি টয়লেট কয়েকশ লোক ব্যবহার করি। অভাবের কারণে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না। কাজে পাঠাতে হয়। মানুষ তেমন কাজে নিতে চায়না। নিলেও টাকা কম দেয়। আমাদের থাকার জায়গাগুলো খুবই অস্বাস্থ্যকর। তাই প্রায় রোগবালাই লেগে থাকে। আমরা পৌরসভার নাগরিক কিন্তু পৌরসভার কোন সুযোগ-সুবিধা পাইনা। আমাদের থাকার জায়গা নেই। আমাদের খবর নেওয়ার কেউ নেয় না।’
এভাবেই নিজেদের সমস্যা ও কষ্টের কথাগুলো বলছিলেন সাতক্ষীরা শহরের সুলতানপুর বস্তিবাসী। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত বস্তিবাসীর জীবনমান উন্নয়নেয় মতবিনয়ন সভায় তারা এসব কথা তুলে ধরে।
মতবিনিময় সভায় বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সাব এডিটর নাহিদ হাসান, নূরুল হুদা, বারসিক’র যুব সংগঠক ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে বস্তির প্রায় ২৫ জনের মত নারী-পুরুষ, প্রবীণ ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম জানান, বস্তির মানুষেরা অনেক অবহেলিত। তাদের নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের সাথে তাদরে সমস্যা তুলে ধরে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘বস্তির মানুষের নিরাপদ পানি ও স্যানিটেশনের জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি চাই আজ যারা এখানে এসেছে তারাও এই সুবিধার সাথে যুক্ত হবে। বস্তির মানুষদের জন্য কাজ করার জন্য জেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের নিয়ে একটি সমন্বয় কমিটি করা হয়েছে। আশা করি বস্তির সমস্যা সমাধানে কাজ হবে।’