মানিকগঞ্জে কৃষি গবেষকদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জ থেকে মো: মাসুদুর রহমান
জেলা কৃষি উন্নয়ন সংগঠনের আয়োজনে কৃষক গবেষকদের সমন্বয়ে সংগঠনের সভাপতি করম আলীর সভাপতিত্বে মানিগঞ্জ শহরের বেউথা বাগান বাড়িতে সম্প্রতি দিনব্যাপি ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউছুফ আলীর সঞ্চালনায় সংগঠনের এবং সভাপতি করম আলীর স্বাগত বক্তব্য ও বারসিকের এলাকা সমন্বয়কারী বিমল রায়ের কর্ম এলাকার চলমান কাজের বিবৃতির মধ্য দিয়ে সমন্বয় সভা আরম্ভ হয়।
বারসিক সিংগাইর রিসোর্স সেন্টারের ইনচার্জ শিমুল কুমারের অভিনব পরিচয় পর্বের পরিচালনায় ৩টি উপজেলার কৃষকদের স্থানীয় সমস্যা উঠে আসে যার উপর ভিত্তি করে সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষক গবেষকগণ দলীয় আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা, সমাধানের উদ্যোগ ও পরিকল্পনা উপজেলাভিত্তিক উপস্থাপন করেন। উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে ও সভাপতির অনুমতি সাপেক্ষে ১২ জন কৃষক, সংগঠনের সদস্য হিসাবে অর্ন্তভূক্ত হন।
সমন্বয় সভায় অংশগ্রহনকারী ৯ জন কৃষাণী ও ৩২ জন কৃষক তাদের নিজ নিজ এলাকায় ১১৫টি ভার্মি কম্পোস্ট, ফলজ ও ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ ৮টি নার্সারি ও ৮টি জৈব কৃষির চর্চাসমৃদ্ধ বাড়ি এবং ৪৪ টি বাড়িতে মুরগির ডিম ফুটাতে হাজলের ব্যবহার ও স্থানীয় জাতের মুরগি, কবুতরের জাত বাছাই কার্যক্রমের আগ্রহ প্রকাশ করেন। এই প্রসঙ্গে কৃষক গবেষক মো. মনোয়ার হোসেন বলেন, ‘এবছর বর্ষার পানি না হওয়ায় আমন মৌসুমের গভীর পানির ধানের জাতগুলোর খুবই খারাপ অবস্থা, চলমান এলাকা উপযোগি জাত বাছাই কার্যক্রমের মাধ্যমে দেখা যাচ্ছে, আমনের স্থানীয় জাতের মোল্লা দিঘা, ভাউয়াল্যা, ডেপো, হিজল দিঘা, মধুশাইল ও লক্ষী দিঘা উপযোগি হিসাবে বিবেচিত।
কৃষকের অধিকার নিয়ে বক্তব্য রাখেন মো. ফরহাদ হোসেন, মো. ইমান আলী, ফিরোজ আহম্মেদ,মাসুদ প্রমুখ। বেসরকারি সংগঠনের নির্বাহী পরিচালক এ্যাড. দীপক কুমার ঘোষ কৃষকদের পেনশন, শস্য বীমা ও ধলেশ্বরী নদী রক্ষা নিয়ে কথা বলেন।