নারীর ক্ষমতায়নে আমরা ঐক্যবদ্ধ

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা ও মুক্তার হোসেন

“নারীর ক্ষমতায়নে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে আমরা সমবেত হয়েছি। আমাদের উদ্দেশ্য সমাজে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ ও আর নয় নারীর অধস্তনতা, আমরা চাই নারী পুরুষের সমতা। নারী-পুরুষ সকলে মিলে ঘরে-বাইরে কাজ করব পরিবারের উন্নয়ন হবে, সমাজ থেকে বৈষম্য দুর হবে, নারী-পুরুষের সমতায়ন প্রতিষ্ঠিত হবে। নারী-পুরুষের সচেতনতা সৃষ্টিতে পরিবার ও সমাজ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
গত ১৩ ডিসেম্বর তারিখ হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের পাটগ্রাম মোড় আজিজ মোল্লার বাড়িতে দিনব্যাপি আলোচনা অনুষ্ঠানে উপরোক্ত কথাটি বলেন আলোচনায় অংশগ্রহণকারীরা।

48370936_1946342952151047_278935276649185280_n
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য শামিমা আক্তার চায়না। আলোচনায় অংশগ্রহণ করেন হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মালা বড়াল, হরিরামপুর থানা এসআই শাহ আলম, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক’র প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা প্রমুখ।

48373599_2245583635723001_5586809204263354368_n
আলোচনায় হরিরামপুরের প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল করিম বলেন ‘বাংলাদেশে আইন আছে আইনের প্রয়োগ নেই। এখনও এদেশে প্রতি দিন নিরবে-নিবৃত্তে নারী নির্যাতন ও নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের দেশ উন্নত হচ্ছে কিন্তু নারীরা পরিবার ও সমাজে অবহেলিতই রয়েগেছে। সমাজিক নিরাপত্তার অভাবে মেয়েদের বাল্য বিবাহের কারণে একটি সুন্দর স্বপন অঙ্কুরেই নষ্ট হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘সামাজিক বৈষম্য ও নিরাপত্তার কারণে নারীরা বাইরে থেকে শিখতে পারছে না ও স্বাধীনতা হারাচ্ছে। নারীদের এই অধস্তনতা ও বৈষম্য দুর করতে নারীদের সরকারি-বেসরকারি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে জানা-বুঝার পরিধি বৃদ্ধি ও যোগাযোগের অবস্থা সৃষ্টি হবে।’

48391359_321014412068887_262714943531804214526n
অনুষ্ঠানে হরিরামপুর উপজেলায় নারীর-পুরুষের বৈষম্য দূরীকরণ ও নারী ক্ষমতায়নে মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক শামিমা আক্তার চায়নাকে সভাপতি ও স্বেচ্ছাসেবম টিমের সদস্য লিমা আক্তারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ‘উপজেলা নারী বৈষম্য প্রতিরোধ আহবায়ক কমিটি’ করা হয়।

happy wheels 2

Comments