সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার, কমল চন্দ্র দত্ত ও মাসুদুর রহমান

“সমতা ও সংহতিনির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গত ৯ এপ্রিল প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

বারসিক’র আয়োজনে, সিভিল সার্জন এবং মানিকগঞ্জের স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় মানিকগঞ্জ পৌরসভার অন্তর্গত পূর্বদাশড়া ঋষি পাড়ায় মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প এ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন ডা. মাহবুবা খানম, কন্সালটেন্ট (গাইনী), স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মানিকগঞ্জ।

56575909_579735089185075_8673799781279072256_n
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দলিত জনগোষ্ঠীর ডায়বেটিস পরীক্ষা, ওজন মাপা, ব্লাড প্রেসার মাপা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ৫৫ জনের ডায়বেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার ৭৫ জনের, ওজন মাপা ১০০ জনের এবং ৩৩ জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

56990205_309594306373589_6189723596445712384_n
সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়ে বিকাল ৩.০০ পর্যন্ত কর্মসূচি চলমান থাকে। ক্যাম্পে নারী-পুরুষ, শিশুদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ডা. মাহবুবা খানম বলেন, ‘আজকের এই ক্যাম্পে এসে আমার ভীষণ ভালো লাগছে। এই জনগোষ্ঠীর মানুষ এখনো অনেক অসচেতন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিকে যাওয়া সম্পর্কেও তাদের সচেতন করতে হবে। এখন থেকে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ডায়বেটিস পরীক্ষা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদের সচেতন করার জন্য আপনারা কাজ করছেন। আপনাদের উদ্যোগ সত্যিই ভালো।’

IMG_20190409_122001
যার যে ধরণের যতটুকু সেবা প্রয়োজন কোন প্রকার বৈষম্য ছাড়াই তাকে সেই সেবাটা প্রদান করাই হোক সকল ডাক্তারসহ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিটি ব্যক্তি ও সংস্থার।

happy wheels 2

Comments