শ্যামনগরে জীববৈচিত্র্য নির্ভর কৃষি বিষয়ক লোকাল স্কুল

শ্যামনগরে জীববৈচিত্র্য নির্ভর কৃষি বিষয়ক লোকাল স্কুল

রণজিৎ বর্মণ শ্যামনগর, সাতক্ষীরা

‘আমি কোন কোম্পানি চিনি না। আমার কোম্পানি হল মেহগনির ফল, নিমপাতা ভিজানোর পানি, জৈব বালাইনাশক পদ্ধতি এবং এগুলো ব্যবহার করি।’ এ কথাগুলো বলছিলেন শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের ৬৫ বছরের কৃষক গোলক অধিকারী কৃষি বিষয়ক লোকাল স্কুলের দলগত আলোচনার সমাপনী অনুষ্ঠানে। কৃষকরা তাদের বাড়ির ও বাড়ির পাশে পরিবেশবান্ধব কৃষি নিয়ে চিত্র সম্বলিত সবজি চাষ পদ্ধতি উপস্থাপন করেন।

1 (4)

শ্যামনগর উপজেলায় বংশীপুর গ্রামে গত বৃহস্পতিবার রাত ৯টায় একটি বেসরকারি সংস্থার আয়োজনে স্থানীয় কৃষকদের অংশ গ্রহণে দুই দিনব্যাপী জীববৈচিত্র্যনির্ভর কৃষি বিষয়ক লোকাল স্কুলের সমাপনী অনুষ্ঠিত হয়। কৃষি স্কুলে মিশ্র কৃষি চাষ, বীজ সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, জৈব সার, জৈব বালাইনাশক তৈরী ও ব্যবহার, ফসলের রোগ নিয়ন্ত্রণ, নারী ও কৃষিসহ অন্যান্য বিষয়ে কৃষকরা দলগত আলোচনা করে মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন।

3 (1)

বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুপদ ঘোষের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন শিক্ষক, সাংবাদিক ও জলবায়ু পরিষদ সদস্য রণজিৎ কুমার বর্মণ, উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহানারা পারভীন।

বক্তব্য রাখেন রিইব ঢাকার গবেষক সহকারী চৈতন্য কুমার দাস, গণ গবেষক কৃষক স্বপন মন্ডল, কৃষক নুরুল গাজী, বিধান মন্ডল, আশালতা রানী প্রমুখ। উল্লেখ্য যে, ইতিপূর্বে ধূমঘাট.পাতড়াখোলা এলাকায়ও দুই দিনব্যাপী স্থানীয় ৩০ জন কৃষকদের অংশগ্রহণে জীব বৈচিত্র্য নির্ভর কৃষি বিষয়ক লোকাল স্কুল অনুষ্ঠিত হয়েছে।

happy wheels 2

Comments