সবাই মিলে সংকট মোকাবিলা করতে হবে

মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস ও রুমা আক্তার

সি.পি.এন মানিকগঞ্জ এর আয়োজনে এবং বারসিক‘র’ সহযোগিতায় জলবায়ু পরিবর্তন, দ্বন্দ্ব রূপান্তর ও সক্ষমতায় যুব সমাজ এর ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বারসিক‘র’ আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, হেলথ ওয়াচ এর কমিউনিটি ফেসিলিটেটর মনোয়ার হোসেন, বারসিক কর্মী স্যাময়েল হাসদা, রুমা আক্তার এবং ঋতু রবি দাস।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিদয় মাহমুদ। আলোচনার শুরুতেই তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সমাজে আমরা কিভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘এর আগে আমরা সি.পি.এন এর কর্মশালায় অংশগ্রহণ করে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছি। এই দুর্যোগের সময় বিভিন্ন মিডিয়ার কাছে বন্যার ভয়াবহতা নিয়ে তেমন কোন নিউজ আমরা পাইনি। তবে আমাদের সি.পি.এন এর গ্রুপ থেকে আমরা অনেক ভিডিও পেয়েছি। কারণ আমাদের অনেক সহযোগি যোদ্ধা স্বশরীরে সেখানে উপস্থিত ছিলেন। তারা সেই দূর্লভ চিত্রগুলো আমাদের কাছে তুলে ধরেন এবং অসহায় ব্যক্তিদের সহায়তা করেছেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আমাদের নেটওয়ার্কের জন্য। আমরা হয়তো বন্যা, প্রাকৃতিক দুর্যোগুলো বন্ধ করতে পারবো না তবে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য চেষ্টা করতে পারি।’

বিশেষভাবে সক্ষম জাহিদুল বলেন, ‘আমি প্রতিবন্ধী তাই অনেক অবহেলার শিকার হয়েছি। আমার ইচ্ছা এবং শক্তি থাকা সত্বেও আমি ফুটবল খেলতে গেলে আমাকে কেউ নেয়নি। সবাই বলত তুই পারবি না। আমার মত অনেকেই এমন লাঞ্ছনার শিকার হই। তখন থেকেই আমি ভাবি এদের জন্য আমি কাজ করব। আমরাও যে এই সমাজের একটা অংশ সে বিষয়ে কাজ করব। আমার সূবর্ণ যুব উন্নয়ন সংঘ নামে একটা সংগঠন আছে, তার সভাপতি আমি।’

স্কাউট সদস্য ইমন বলেন, ‘আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সাঁতার প্রতিযোগিতায় ৩ বার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। আমাকে ইন্ডিয়া নিয়ে যেতে চাইছিলেন কিন্তু আমি যাইনি। আমি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছি। সৃজন ওপেন রোভার স্কাউট এর সদস্য সোহান বলেন, ‘আমি নৃত্যশিল্পী। আমি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর নির্বাচিত সদস্য। এছাড়াও আমি একটা সংস্থায় ১৫ দিনের জন্য নৃত্য প্রশিক্ষক ছিলাম। এইভাবেই আমি বিভিন্ন মানুষের সাথে জড়িত হই এবং সংগঠন করার ইচ্ছা হয়।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন সজীব মিয়া, মাহবুবুল আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিমল রায় প্রমুখ।

happy wheels 2

Comments