কার্বন দূষণ বন্ধ করার উদ্যোগ এখনই নিতে হবে

পার্থ সারথি সরকার ও মাহফুজ, যুব সংগঠক
বৈশ্বিক ও জাতীয় জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতার দাবিতে যুবদের অংশগ্রহণে নেত্রকোণায় রাজুর বাজার কলেজিয়েট স্কুলের হলরুমে নেত্রকোণা সম্মিলিত যুব সমাজের উদ্যোগে ও বারসিক’র সহযোগিতায় এক যুব জলবায়ু কর্মশালা ও বিজয় উৎসব পালন করা হয়েছে।
নেত্রকোণা সম্মিলিত যুব সমাজের ৩০টি সংগঠনের প্রতিনিধি ও রাজুরবাজার কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীসহ ৪৫ জন এই যুব জলবায়ু কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালা উদ্বোধন করেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা এবং তিনি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন।

নেত্রকোণা অঞ্চলের যুবরা বৈশ্বিক পরিবর্তনের জন্য ধনী দেশের মানুষকে দায়ী করেন। যুবরা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দেশে দুর্যোগ দেখা দিচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন নেত্রকোণা অঞ্চলের আগাম বন্যা, হাওরের ফসলরক্ষা বাঁধ ভাঙা, বজ্রপাত, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, পাহাড়ী ঢল,অনাবৃষ্টি, পানির স্তর নি¤œগামি, সীমান্ত অঞ্চলে খাবার পানির সংকট, কোল্ড ইনজুরি, হটইনজুরি, কৃষিজমি বালি ইত্যাদি আপদ নিয়ে এসেছে।’

তারা আরও বলেন, ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিফসল,্ খাদ্য উৎপাদন, কৃষি জমি, ক্ষয়ক্ষতি হচ্ছে অবকাঠামো, রাস্তাঘাট, প্রাকৃতিক পরিবেশ,বিলুপ্ত হচ্ছে বনভূমি, বন্যপ্রাণী ও তার আবাসস্থল। এছাড়া হারিয়ে যাচ্ছে পেশা, বাড়ছে উদ্বাস্তুতা, বাড়ছে সংঘাত। এই দুর্যোগের কারণে সীমান্তে গ্রামের পর গ্রামে খাবার পানির সংকট তৈরি হচ্ছে। হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে নষ্ট হচ্ছে কৃষকের জমির ফসল, বসতভিটার মাটি ক্ষয় ও অবকাঠামো নষ্ট হচ্ছে। হাওরে আসে আগাম বন্যা, পাহাড়ি ঢলের পানি, ভেঙ্গে যায় ফসল রক্ষা বাঁধ, কৃষক হয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, অধিকমাত্রায় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল মানুষের জীবন,বসতভিটার মাটি ক্ষয় ও অবকাঠামো নষ্ট হচ্ছে। পেশা হারিয়ে অনেক কৃষক শহরে চলে যাচ্ছে।’

happy wheels 2

Comments