‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে সাইকেল স্ট্রাইক অনুষ্ঠিত
রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
জলবায়ু সম্মেলনকে (কপ-২৯) কেন্দ্র করে বাংলাদেশের জন্য লোকসান ও ক্ষয়ক্ষতির তহবিল পূরণ নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো সাইকেল ধর্মঘট। সম্প্রতি রাজশাহী চিড়িয়াখানা রাস্তাতে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং জিরো পয়েন্ট সিক্স গ্রাভেটি রাইডার সাইক্লিং গ্রুপ যৌথভাবে এই সাইকেলবন্ধনের আয়োজন করে।
এই সময় তরুণরা জলবায়ু সুবিচার ও ফান্ড দাবিতে বিভিন্ন স্লোগান নিয়ে ধর্মঘট করেন। তাদের হাতে প্ল্যকার্ডে ’আপনার এবং আমার জন্য একটি দূষণ মুক্ত পৃথিবী চাই, কার্বন নিঃসরণ কমাও আমাদের বাঁচতে দাও, জলবায়ু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং কোন শুন্য প্রতিশ্রুতি আর নয় নানান বার্তা।
উক্ত স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তরুণরা সাইকেল ধর্মঘট করে। এই সময় উপস্থিত ছিলো ০.৬ জি আর জেড এর সভাপতি মাসুম মাহবুব ও সদস্যরা ও বারসিকের কর্মীগণ।
এসময় বক্তারা বলেন, ‘যেভাবে তাপ বৃদ্ধি পাচ্ছে তাতে বসবাসের অনুপযোগী হচ্ছে। আমরা এই জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন এর জন্য দায়ি না। আমরা এর সুবিচার চাই, উন্নত দেশ দায়ী। জলবায়ু পরিবর্তনের জন্য ও ক্ষয়ক্ষতির জন্য আমরা ফান্ড দাবি করছি।