কারিগরি প্রশিক্ষণার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

মানিকগঞ্জ থেকে নজরুল ইসলাম ও গাজী শাহদত হোসেন বাদল

”আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না, নির্ভরশীল নাগরিক নয়,পরিবার ও সমাজের বোঝা নয়, সম্পদ ব্যক্তি হতে চাই” এই রকম বিভিন্ন স্লোগানকে সামনে রেখে জনগোষ্ঠীর উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সেবা সহায়তা কেন্দ্রের আয়োজনে সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

DSC03490
মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতিলা স্কুল এ্যান্ড কলেজ এর পাশে কাটিং মাস্টার দুলাল এর প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন অসচ্ছল নারীকে ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সনদ প্রদান ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

DSC03492
সনদ ও চারা বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক মনোয়ার হোসেন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন বেতিলা মিতরা ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মো. এখলাছ উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, মানিকগৃঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,অধ্যাপক ওয়াহেদুর রহমান, বারসিক কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল, কাটিং মাস্টার দুলাল প্রমূখ।

DSC03493
বক্তারা প্রশিক্ষণার্থীদেরকে এই ধরনের কর্মমূখী কাজে আরো অংশগ্রহণের আহবান জানান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করেন।

happy wheels 2

Comments