সাম্প্রতিক পোস্ট

শ্যামনগরে উদ্যোক্তা হতে প্যাকেট তৈরি প্রশিক্ষণ

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান 

শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের যুবরা নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিচিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে নিজেদের অব্যাহত রেখেছেন। বুধবার সকাল ১০ টায় শ্যাামনগর উপজেলার  নওয়াবেকীতে মিষ্টির প্যাকেট প্রস্তুত কারক অনিমা রানির বাড়িতে মিষ্টির প্যাকেট তৈরি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিডিও ইয়ুথ টিমের বিভিন্ন ইউনিটের সদস্য।

20190320_094101

দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে বিভিন্ন ধরনের প্যাকেট তৈরি হাতে কলমে শেখেন সংগঠনের তরুণ তরুণীরা। এসময় যুবদের সাথে কথা বললে তারা বলেন, ‘আমরা সকলেই যদি চাকুরী খুজতে থাকি তাহলে সেটা কোনদিন পূরণ সম্ভব বলে মনে হয়না।এজন্য আমরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।’

20190320_094224

এছাড়া গত মঙ্গলবার সংগঠনের সদস্যরা মিলে সার্জারী ব্যান্ডেজ তৈরি দেখতে যান পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার নলতায়। সেসময় তারা ব্যান্ডেজ তৈরি দেখেন এবং তৈরির আগ্রহ প্রকাশ করেন।

happy wheels 2

Comments