সাম্প্রতিক পোস্ট

তানোরে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান

রাজশাহীর তানোর উপজেলায় এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু। এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবার। বুধবার দুপুরে তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে তানোর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুনা খাতুনের (১৪) সঙ্গে উপজেলার আমশো এলাকার জনৈক এক ব্যক্তির ছেলের বিয়ে ঠিক হয়।

Image00-2

বুধবার বিয়ের দিন ধার্য ছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে তারা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে বর ও কনে পক্ষের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অঙ্গীকার করেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

happy wheels 2

Comments