‘জীবন্ত ব্লাড ব্যাংক’ গড়তে প্রচারাভিযান

রাজশাহী থেকে আতিকুর রহমান আতিক
‘জীবন্ত ব্লাড ব্যাংক’ গড়তে প্রচারাভিযান পরিচালনা করেছে রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)। প্রচারাভিযানের অংশ হিসেবে গত ১৭ অক্টোবর রাজশাহী মহানগরীর পাঠানপাড়াস্থ লালনশাহ্ মুক্তমঞ্চ বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ব্লাড প্রেশার নির্ণয় কর্মসূচির প্রাঙ্গনে আয়োজন করে তরুণ সংগঠনটি।

YASC

‘জীবন্ত ব্লাড ব্যাংক’ গড়তে অক্লান্তভাবে কাজ করছে রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। গত ২০১৮ সালের ১৪ আগস্ট রক্তের চাহিদা পূরণে ‘জীবন্ত ব্লাড ব্যাংক’ গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। রাজশাহী মহানগর পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেই লক্ষে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানে জনগণকে উদ্বুদ্ধ করতে রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরার পাশাপাশি বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ব্লাড প্রেশার নির্ণয় কর্মসূচিসহ বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ‘জীবন্ত ব্লাড ব্যাংক গড়ে তুলি, প্রয়োজনে রক্তদান করি’ এ স্লোগানে তরুণ সংগঠন ইয়্যাস এ প্রচারাভিযানের আয়োজন করে। প্রচারভিযান চলাকালে সংগঠনের প্রশিক্ষিত তরুণেরা বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সী প্রায় দু’শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ব্লাড প্রেশার নির্ণয় করে। একই সাথে তারা ‘জীবন্ত ব্লাড ব্যাংক’ গড়ে তুলতে স্বেচ্ছায় রক্তদানে জনগণকে উদ্বুদ্ধ করতে রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন এবং ইয়্যাসের সম্পর্কে জানতে আগ্রহীদের ইয়্যাসের কার্যক্রম সম্পর্কে অবগত করেন।

YASC01

প্রচারাভিযানে বাংলাদেশ ক্রিসেন্ট রক্ত কেন্দ্র রাজশাহীর ল্যাব টেকনোলজিস্ট আমিনুল ইসলাম, তরুণ সংগঠন ইয়্যাসের সহপতিষ্ঠাতা শাহরুখ আহম্মেদ শুভ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, পরিবেশ বিষয়ক সম্পাদক সুবাস কুমার শুভ, তরুণ স্বেচ্ছাসেবক নুরুজ্জামান, সাধারণ সদস্য আবির হোসেন, রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

happy wheels 2

Comments