সাম্প্রতিক পোস্ট

শতবাড়ি সমৃদ্ধি হলে এলাকার উন্নয়ন হবে

শ্যামনগর, সাতক্ষীরা থেকে বিশ্বজিৎ মন্ডল
বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের উদ্যোগে গতকাল কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের কৃষাণী নাজমা বেগমের শতবাড়িতে উপকূলীয় এলাকায় শত বাড়ির প্রতিনিধিদের নিয়ে শতবাড়ি উন্নয়ন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জয়নগর, শংকরকাটি, কাঠালবাড়িয়া, সুন্দরবন গুচ্ছগ্রাম, দেবালয়, বেতাঙ্গী, জাওয়াখালী ও গুমানতলী গ্রামের শত বাড়ির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


সভায় স্ব স্ব শত বাড়ির প্রতিনিধিরা তাদের নিজের বাড়ির বর্তমান অবস্থা, শত বাড়ি হওয়ায় তাদের কি উপকার হয়েছে, বাড়ির মাধ্যমে কিভাবে এলাকার মানুষের কি উপকার হয়েছে, কার্যক্রম বাস্তবায়নে কি কি সমস্যার সন্মূখীন হয়েছে, কিভাবে তা মোকাবেলা করছে, শতবাড়ির উন্নয়নে কি ধরনের সহায়তা দরকার এ সকল বিষয় পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে সহভাগিতা করেন। শতবাড়ির প্রতিনিধি, শংকরকাটি গ্রামের কৃষাণী ও বারসিক কর্মকর্তাসহ মোট ১৯ জন অংশগ্রহণ করেন।


সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘আমাদের বাড়িগুলোতে নানান ধরনের প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ করতে চাই। সে অনুযায়ী আমরা চেষ্টা করছি। প্রত্যেক মৌসুমে নানান ধরনের সবজি চাষাবাদ করছি। বর্তমান সময়ে আমাদের এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। একদিকে যেমন বৃষ্টি নেই অন্যদিকে লবণের মাত্রা বেড়ে গেছে। যার জন্য সবজি চাষ করতে খুবি কষ্ট করতে হচ্ছে। অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।’

তারা আরও বলেন, ‘অনেকের ক্ষেত এখন ফাঁকা। বৃষ্টি হলে আবার সব কিছু হবে। গত শীত মৌসুমে সব রকমের সবজি লাগাই এবং ভালোই হয়েছে প্রথমদিকে। ভালোই মূল্য পেয়েছিলাম যদিও পরবর্তীতে এসব কৃষিপণ্যের মূল্য কমে যায়। এতে করে আমাদের একটু ক্ষতি হয়েছে। আমাদের এ বাড়ির মাধ্যমে আমাদের নিজেদের পরিবার যেমন উপকৃত হচ্ছে তেমনি গ্রাম প্রতিবেশীদের উপকার হচ্ছে। এ সকল বাড়ি থেকে প্রতিবেশিদের সবজি, বীজ, গাছসহ নানান ধরনের পরামর্শ সহায়তা করা হচ্ছে। বাড়িগুলো সমুদ্ধ করতে বারসিক’র সহায়তা দরকার। কারণ আমাদের এ শত বাড়িগুলো সমৃদ্ধি হলে আমাদেরসহ এলাকার উন্নয়ন হবে।

happy wheels 2

Comments