ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা আমরা পেতে চাই

ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা আমরা পেতে চাই

শ্যামনগর সাতক্ষীরা থেকে ফজলুল হক

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় বারসিকের আয়োজন নেটজ বাংলাদেশের সহযোগিতায় গত ১৫ ই নভেম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বারসিক পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এসিসটেন্ট ফজলুল হকের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফের সভাপতিত্বে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে সিএসও কমিটির নেতৃবৃন্দ সহ ফিল্ড ফ্যাসিলিটিটেটর ফাতিমা আক্তার। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় কুমার মন্ডল।

পরিবেশ প্রকল্পের বুড়িগোয়ালিনী ইউনিয়ন সিএসও কমিটির সভানেত্রী চন্দনা রানী ও সাধারণ সম্পাদক উৎপলা রানী বলেন, ‘আমাদের ১০টি গ্রুপে মোট ২০০ জন অংশগ্রহণকারী আছে, তারা সকলে হত দরিদ্র মানুষ। আজ আপনাদের সাথে আলোচনা করতে এসেছি ইউনিয়নের সকল সেবাসমূহ যেন আমরা পাই। বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীন ভাতা, রেশনকার্ড, শিশু মাতাকার্ড এসব সেবা আমরা পেতে চাই।’

গাজী আব্দুর রউফ বলেন, ‘সকল দাবিগুলো আমরা শুনলাম। আমাদের সাথে তথা স্ব স্ব ওর্য়াডের ইউপি সদস্য, সদস্যাবৃন্দের সাথে যোগাযোগ রাখবেন। আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করবো।’

happy wheels 2

Comments