প্রকৃতিবান্ধব শহর গড়তে কাজ করবে সুবজ সংহতি কমিটি
নেত্রকোনা থেকে খাদিজা আক্তার লিটা ও রুখসানা রুমি
বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় ও সবুজ সবুজ সংহতির আয়োজনে সম্প্রতি নেত্রকোনার প্রাণ-প্রকৃতি পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি প্রকৃতি বন্ধন করেছে। নেত্রকোনা সদর উপজেলার সবুজ সংহতি কমিটির নেত্রকোনা কালেক্টরেট স্কুলের হলরুমে কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবক, সাংবাদিক, লেখক, শিক্ষক, সমাজকর্মী, পরিবেশকর্মী, কৃষক, সংস্কৃতি কর্মী, দলিত সম্প্রদায়ের নেতাসহ কমিটির ২১ জন সদস্য ও বারসিক কর্মকর্তাবৃন্দ। সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন সবুজ সংহতি কমিটির সভাপ্রধান কালেক্টর স্কুলের প্রধান শিক্ষক মানুষ বিমল চন্দ্র সরকার।
আলোচনায় সদস্যরা নেত্রকোনা পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, মগড়া নদী, ধলাই নদী, সাইডুলি নদী, কৃষ্ণাখালি নদী, জিদাই নদী খনন ও দখলমুক্ত, জলবায়ু বান্ধব শহর গড়ে তোলা, বন্যপ্রাণি সুরক্ষা, শব্দদূষণ, শহরের জলাবদ্ধতা, অক্সিজেন জোন তৈরিসহ পরিবেশগত সংকটগুলো তুলে ধরেন।
সদস্য সংবাদকর্মী মির্জা হৃদয় সাগর বলেন, “নেত্রকোনা শহরের সবগুলো পুকুর ধীরে ধীরে ভরাট ও দখল হয়ে যাচ্ছে। এই শহরে আমরা বসবাস করবো কিন্তু সব জলাধার শেষ হয়ে যাবে দখল হয়ে যাবে তা হতে পারেনা। আমরা প্রকৃতিবান্ধব একটি শহর চাই।”
সবুজ সংহতি কমিটির সদস্য ও সেভ দ্যা এনিম্যালস অব সুসং এর সভাপতি আরেফিন রাসেল বলেন, “রাসেল ভাইপারের নামে এ অঞ্চলের অনেক সাপ ও বন্যপ্রাণিকে মানুষ মেরে ফেলছে। যা পরিবেশগতভাবে সংকট তৈরি করবে।”
সভাপতি নেত্রকোনা শহরে গাছ লাগিয়ে একটি গ্রীণ জোন তৈরি করার ঘোষণা দিয়ে আলোচনা শেষ করেন। আলোচনা শেষে শহরে প্রকৃতি বন্ধনের আয়োজন করেন।