মানিকগঞ্জ জেলা সবুজ সংহতি কমিটি গঠন
মানিকগঞ্জ থেকে মুক্তার হোসেন
মানিকগঞ্জ সবুজ সংহতি ও বারসিক’র যৌথ আয়োজনে আরব ভবন মিলনায়তনে সবুজ সংহতি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সভায় সভাপতিত্ব করেন বিচারপতি নুরল ইসলাম সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবং বারসিক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। সভায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ বিভিন্ন উপজেলা পর্যায়ে সবুজ সংহতির কমিটির সদস্য, শিক্ষক , আইনজীবি, লেখক কবিসাহ্যিতিক , যুব টিমের সদস্য , শিক্ষার্থী , ইয়ুথ গ্রীন ক্লাব , সামাজিক সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সভায় আলোচক বৃন্দরা বলেন, দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে। ফলে যার ক্ষতিকর প্রভাব ফেলছে বাংলাদেশের উপর। বির্পযয় হচ্ছে পরিবেশ প্রতিবেশ হুমকির সম্মুখীন প্রাণ-প্রকৃতি ও প্রাণ বৈচিত্য। মাটিকে আর নষ্ট হতে দেওয়া যাবে না। মাটির স্বাস্থ্য রক্ষায় আমাদের কাজ করতে। দিনদিন মাটির উপরে অংশ ইটভাটায় নিয়ে কৃষি অনাবাদীতে পরিণত হচ্ছে। মাত্রা অতিরিক্ত রাসায় সার বিষ ব্যবহারের ফলে মাটির বসবাসকারী উপকারি প্রাণী উদ্ভিদ মারা যাচ্ছে। বিনষ্ট হচ্ছে পশু পাখির ও অন্যান্য প্রাণীর আবাসস্থল।
সবুজ সংহতি লেছড়াগঞ্জ ইউনিয়ন সভাপতি ও নটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, চরাঞ্চলে প্রতি বছর বন্যা খরা নদীভাঙ্গন এর ফলে ফসলসহ গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাই চরাঞ্চলে তাল, খেজুর ফলজ গাছ রোপণের চাহিদা রয়েছে। ইতিমধ্যে কিছু গাছপালা আমাদের দৃশ্যমান হয়েছে। যেগুলো থেকে মানুষসহ পশুপাখি খাবার তৈরি হচ্ছে।
বায়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বলেন, বারসিক কৃষি প্রতিবেশ পরিবেশ সবুজ সংহতি বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে এলাকায় কার্যক্রমগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে তরুন শিক্ষার্থীদের তাদের মধ্যে সবুজ পৃথিবী গড়তে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
পারভীন আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। এই বিষয়ে তিনি জয়ীতা পুরস্কার পান। এলাকায় শিশুদের মেধা বিকাশে খেলাধুলা, চিত্র অংকন , বৃক্ষ রোপণ, মায়েদের স্বাস্থ্য সেবা নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন।
সভায় আরো আলোচনায় অংশগ্রহণ করেন ড. মজিবর রহমান প্রভাষক খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ মানিকগঞ্জ, এড. মোস্তাফিজুর বিশ^াস মিলন, কৃষিবিদ মনিরুল হক, কৃষিবিদ আব্দুল খালেক, নাসরিন আক্তার, শুভ্রা রায়, সমাজ কর্মী ইকবাল হোসেন কচি, হোচেন আলী মাষ্টার, কৃষক পর্যায়ে গবেষক মনোয়ার হোসেন, লিজা আক্তারসহ আরো অনেকে।
সভায় শেষে সবুজ সংহতি ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ন কমিটি গঠন করা হয়। আহবায়ক কৃষিবিদ আব্দুল খালেক, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন কচি, এড. মোস্তাফিজুর বিশ^াস মিলন, ড. মজিবর রহমান, শুভ্রা রায়, পারভীন আক্তার, জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব বিমল রায়। সদস্যরা হলেন হোচেন আলী, জাকির হোসেন, বিউটি বেগম, কামনা রানী, নাসরিন আক্তার, লিজা আক্তার ,ইমান আলী, কাজল, মনোয়ার হোসেন।