লোকজ ক্রীড়া ও বীজ বৈচিত্র্য নিয়ে এসে হে বৈশাখ
শহিদুল ইসলাম শহিদ
‘লোকজ ক্রীড়া ও বীজ বৈচিত্র্য নিয়ে এসে হে বৈশাখ’ বাংলা নববর্ষের প্রথম দিনটাকে গ্রাম বাংলার নারী ও পুরুষেরা এভাবেই স্বাগত জানালেন। গতকাল রাজশাহী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউপি’র খড়িয়াকান্দি গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ ক্রীড়া ও বীজবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। খড়িয়াকান্দি প্রাণবৈচিত্র্য রক্ষা কমিটি ও বারসিক‘র যৌথ আয়োজনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে গ্রাম বাংলার লোকজ ক্রীড়া অনুষ্ঠান করা হয়। যেমন- নারীদের বীজ সংরক্ষণ প্রতিযোগিতা, কলস মাথায় দৌড়, বালিশ খেলা, সুচে সুতা পরানো, দড়ি খেলা, চামুছে মার্বেল দৌড়, বালকদের বিস্কুট দৌড়, মুরগ লড়াই, যুবকদের সাঁতার ও প্রবীণদের হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আরফান আলী, শিক্ষক রাসেদ আলী, নাসরিন খাতুন, স্বপ্নের ভেলা সংগঠনের সহ-সভাপতি আতিকুর রহমান, বারসিক সহযোগি কর্মসূচি কর্মকর্তা শহিদুল ইসলাম শহিদসহ এলাকার বালক, বালিকা, নারী ও প্রবীণ উপস্থিত ছিলেন।
গ্রামীণ খেলা ধুলা শেষে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। সভায় বক্তাগণ জানান, বাঙালির এই উৎসবে বেশি ঐতিহ্য গ্রাম বাংলার মানুষরাই টিকিয়ে রেখেছেন। তাই এইসব সংস্কৃতি ধরে রাখার জন্য গ্রাম পর্যায় নিজেদের মধ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে। তবেই টিকিয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। অনুষ্ঠানটি পরিচলনায় সহায়তা করেন রিশিকুল আনসার ভিডিপি ক্লাবের সভাপতি আয়নাল হক শান্ত।