পানির গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে

হরিরামপুর, মানিকগঞ্জ খেকে মুকতার হোসেন
গতকাল ২২ মার্চ বিশ্ব পানি দিবস। এই দিবসকে কেন্দ্র করে মানিকগঞ্জ হরিরামপুর চরাঞ্চলে সুতালড়ী ইউনিয়নে চর দুবাইল গ্রামে শতবাড়ির কৃষক ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এবং বারসিক সহযোগিতায় বিশ^ পানি দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় শতবাড়ির কৃষক সহ গ্রামের ২৫ জন নারী পুরুষ অংশগ্রহন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শতবাড়ির কৃষক সাবান বেগম। আলোচনায় অংশগহণ করেন, সুতালড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া, শতবাড়ির কৃষক সাবানা বেগম, প্রবীণ কৃষক মুসলিম উদ্দিন, নারী সংগঠক নাছিমা বেগম, বারসিক কর্মকর্তা মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা।

আলোচনায় বিশ্ব পানি দিবসের গুরুত্ব, পানির অপচয়রোধ, পানির সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা, চরের খাল-বিল, নদী, নদীর কোল, ডোবা, মাইটাল, প্রাকৃতিক জলাশয় সহ পানির ব্যবহার উপযোগি করে তোলা এবং জলজ প্রাণীসহ চরে প্রাণ-বৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই প্রসঙ্গে ইউপি সদস্য মাসুদ মিয়া বলেন, ‘চরাঞ্চলে মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল আর কৃষি কাজে পানির ব্যবহার সবচেয়ে গুরুত্বপুর্ণ। নদীনালা খালবিলের পানি কমে গেলে তার সাথে অনেক প্রাণীসম্পদ কমে যাবে। চরে গরু-ছাগল, কৃষি ফসল উৎপাদন, মাছ, গাছপালা, শাকসবজি চাষ সকল জায়গায় পানির প্রভাব পড়বে।’ তিনি আরো বলেন, চরের অনেক নদীর কোল, খাল বালি পড়ে ভরাট হওয়ার কারণে পানির স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। মুল পদ্মা নদী থেকে সরাসরি সকল জায়গায় পানি প্রবাহ নষ্ট হয়ে গেছে। তাই সরকারিভাবে এই সকল খাল, কোল খননের উদ্যোগ নিতে হবে।’
চরদুবাইল গ্রামের প্রবীণ কৃষক মোসলিম উদ্দিন বলেন, ‘আমাগো চরের পদ্মার গাংসহ, নদীর কোল, খালে দিন দিন পানি কমে যাচ্ছে। পানির গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। নইলে ভবিষ্যতে আমাগো সমস্যায় পড়তে হবে।’

বিশ্ব পানি দিবস উপলক্ষে চরদুবাইল গ্রামবাসী ২০টি ফলজ (পেয়ারা) গাছের চারা বিতরণ করা হয় অংশগ্রহণকারীদের মাঝে।

happy wheels 2

Comments