সাম্প্রতিক পোস্ট

তরুণদের দাবির প্রেক্ষিতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো রাসিক কর্তৃপক্ষ

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি

রাজশাহীর রাস্তাগুলো ইদানিং সময়ে খানাখন্দ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভরে গেছে। এর ফলে চলাচলের সমস্যাসহ অনেক সময় ধুলিবালি এবং কাঁদার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে। আবার দেখা যায় রাস্তার আশপাশে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে নগরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। উক্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বিগত ১৬ জুলাই,২০১৮ তারিখে রাজশার্হীর তরুণরা মানববন্ধনের আয়োজন করেন। উক্ত মানববন্ধনে তরুণদের সাথে একাত্ততা ঘোষণা করেন মটর শ্রমিক, মটর মালিক, অটোচালক, রিকসা চালকসহ নগরীর দুর্ভোগের শিকার জনগোষ্ঠী।

023237Rajshahi_kalerkantho_pic
মানববন্ধনে অংশগ্রহণকারীগণ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী রেলওয়ে স্টোশন হয়ে তালাইমারি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান। এ ছাড়াও নগরীর খানখন্দে ভরপুর রাস্তাগুলোও সংস্কারের দাবি জানান। বিষয়টি রাজশাহী সিটি কর্পোরেশনের নজরে আসে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। এর প্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে তালাইমারি রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক বলেন, “রাস্তাটির বেহালদশা হবার কারণে আমারা রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। কাজ শুরু হয়েছে। ইট খোয়া, বালি ফেলানো শুরু হয়েয়েছে।” তিনি আরো বলেন, ‘১লা আগস্ট থেকে পুরোদমে কাজ শুরু হবে।’

উল্লেখ্য যে, রাজশাহী নগরীরর রাস্তাগুলো দিনে দিনে খানা খন্দে ভরে গেছে। কোন কোন রাস্তা মানুষ এবং যানবহন চলাচলে অযোগ্য হযে গেছে। এ বিষয়ে নগরীরর রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবিতে রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) এর সদস্যরা সকল শ্রেণী, পেশার মানুষদের সাথে নিয়ে মানববন্ধনের আয়োজন করে।

happy wheels 2

Comments