একতাই শক্তি, একতাই বল

সাতক্ষীরা শ্যামনগর থেকে বরষা গাইন

সাতক্ষীরার শ্যামনগরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে যুব সংগঠনের সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় বারসিক কর্মকর্তাসহ এলাকার যুব সংগটনের প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ‘যুবরা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বিভিন্ন ধরনের কাজ করছে। উপকূলীয় মানুষের দাবি, নারীদের অধিকার এবং স্বাস্থ্য সমস্যাগুলো তুলে ধরার জন্য যুবরা ক্যাম্পেইন, আলোচনা, র‌্যালি, মানববন্ধন এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে। জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রকৃতি ও পরিবেশের যে ক্ষতি হচ্ছে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য যুব টিমগুলো কাজ করে যাচ্ছে। যুব সংগঠনগুলো সমন্বয়করণের ফলে তাদের কাজের আগ্রহ বৃদ্ধি পাবে এবং নতুন আঙ্গিকে কাজ করতে আগ্রহী হবে।’

বক্তারা বলেন, ‘যুবরা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বারসিক’র সহায়তায় নানা রকম কর্মসূচি পালন করছে এবং তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ীও নানারকম কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং আসন্ন সময়েও অনেক প্রোগ্রাম করবে বলে জানিয়েছে। যুব সমন্বয় সভার ফলাফলস¦রুপ বিভিন্ন সংগঠনের যুবরা একত্রিত এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত হয়েেছ। কোন সংগঠনই কোন সংগঠনের বিরুদ্ধে নয় বরং সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যুবদের বৃহৎ কার্যগুলোর লক্ষ্যার্জন সহজ হবে।’ তারা আরও বলেন, ‘যুব সংগঠনকে উজ্জীবীত রাখতে যুব সংগঠনদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টির জন্য বারসিক কাজ করছে। যুব দল আমাদের আগামী প্রজন্ম, আগত সময়ে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার জন্য যুবদের সচেতনা বৃদ্ধি অতীব জরুরি। কারণ যুবদের হাত ধরে আমাদের আগামী বিশ^ পরিবেশবান্ধব হয়ে উঠতে পারে।’

বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম, উপকূলীয় ইয়ুথ নেটওর্য়াকের রাইসুল ইসলাম, বিশ^জিত মন্ডল, মননজয় মন্ডল, হাফিজুর রহমান, রুবিনা পারভীন ও বরষা গাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবলু জোয়ারদার।

happy wheels 2

Comments