সাম্প্রতিক পোস্ট

জন্মদিনে সুবিধাবঞ্চিতদের সাথে

রাজশাহী থেকে আতিকুর রহমান আতিক

সুবিধাবঞ্চিত বস্তি শিশুদের সাথে নিজের জন্মদিন উদযাপন করলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ফয়সাল আহমেদ নামের এক শিক্ষার্থী। গতকাল বিকেলে নগরীর ভদ্রা আবাসিক এলাকায় তার ২৩তম জন্মদিন উদযাপন করেন তিনি।

রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সহযোগিতায় রাজশাহী মহিলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাহিদা আক্তার নিদ্রা তার বন্ধু ফয়সালের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত বস্তি শিশুদের নিয়ে আনন্দ আড্ডার আয়োজন করেন।

01

এ সময় তারা নগরীর নমোভদ্রা বস্তির ২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ আড্ডায় মেতে উঠেন। আনন্দ আড্ডায় তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি তরুণ নেতা শামীউল আলীম শাওন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় অন্যান্যদের মধ্যে আরো ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকিব ইকবাল, মহাতাব আলি সাগর ও নুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান উদয়।

নিজের জন্মদিন এমন ব্যতিক্রমভাবে উদযাপন করার বিষয়ে বলতে গিয়ে ফয়সাল আহমেদ বলেন, ‘গত ২৩ বছরে আমি কোনদিন আমার জন্ম দিন উদযাপন করিনি। আমার বন্ধু নিদ্রা ইয়্যাস এর সহযোগিতায় আমার ২৩তম জন্মদিনে এমন ব্যতিক্রম আয়োজন করেছে। আমি সত্যিই বিমোহিত। বস্তি শিশুদের সাথে সময় কাটিয়ে অনেক ভালো লেগেছে।’

happy wheels 2

Comments