স্বাস্থ্য সচেতনতায় রোগব্যাধি থেকে মুক্তির উপায়
মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত
‘সমতা ও সংহতিনির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বকজুরী ও সোনাকান্দর গ্রামের জনগোষ্ঠীর উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় গতকাল সোনাকান্দর গ্রামে প্রেসার মাপা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় বিষয়ক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য গণেশ চন্দ্র সেন। রেজিস্ট্রি খাতায় তথ্য সংগহের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৮৩ জনের ডায়বেটিস পরীক্ষা, ৯৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ৭০ জনের প্রেসার মাপার মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী অতসী রাণী সুর ও ইমরান হোসেন বলেন, ‘ডায়াবেটিস পরীক্ষা করার ফলে আমাদের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রক্তের গ্রুপ জানার মাধ্যমে বিপদে-আপদে মূমুর্ষূ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করতে পারবো।’
ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রাণী বিশ^াস ও শুক্লা রাণী সাহা, এলাকার গণ্যমান্য ব্যক্তি হরিদাস সেন, সন্তোষ সুর, বিচিত্রা চক্রবর্তী, মো. আসাদুল্লা, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সহযোগী কর্মসূচী কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল, গবেষণা সহকারী সামায়েল হাসদা প্রমুখ ।