বজ্রপাতে রক্ষা পেতে তাল গাছ রোপণ করতে হবে
রাজশাহী থেকে উত্তম কুমার
২০১৯ সালে মোহর স্বপ্ন আশার আলো ও বারসিক এর উদ্যোগে ও রাস্তার দুই পাশ দিয়ে বারোশো তালের বীজ রোপণ করা হয়। তারই প্রতিফলন গাছগুলো বড় হয়েছে, রাস্তায় শোভা পাচ্ছে। মোহর স্বপ্ন আশার আলো সংগঠনের সকল সদস্য প্রতিনিয়ত গাছগুলোর পরিচর্যা করে আসছেন। মোহর স্বপ্ন আশার আলো সংগঠনের সভাপতি মোঃ আলমগীর ও সাধারণ সম্পাদক মোঃ সবজুল জানান, আগামীতে জলবায়ু পরিবর্তন রোধ ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত মোকাবিলায় অনেক ভূমিকা রাখবে এই তালগাছ গুলো।
উল্লেখ্য যে, মোহর গ্রামের বাগাঁপারা হাট থেকে কাশিমবাজার পর্যন্ত দুই ধারে ধানের জমির মাঠ এবং মধ্য দিয়ে একটি কাঁচা রাস্তা অবস্থিত। দীর্ঘ তিন বছর আগে মোঃ রফিক (৪৭) ও মোঃ জাফর(৬৩) প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে একসঙ্গে দুই জন কৃষক মারা যায়। তারপরের বছর আর একজন কৃষক মারা যায়। ওখানকার স্থানীয় বাসিন্দা মোঃ সলিমুল্লাহ (৭৪) তিনি জানান, প্রত্যেক বছরে এই ফাঁকা মাটিতে বজ্রপাত হয়। কোন বছর কেউ মারা যায় কোন বছর ধানের ক্ষতি হয়।’ মুহাম্মদ বাশার আলী (৮২) জানান, এই রাস্তার দুই পাশ দিয়ে আগে অনেক তালের গাছ ছিল। বজ্রপাতে সেরকম মানুষের ক্ষতি হত না এবং ফসলের ক্ষতি হত না। বেশিরভাগ সময়ই আমরা ছোট থাকতে দেখতাম কোন না কোন তালের গাছে বজ্রপাত পড়তে। মাঠে ফসলেরও ক্ষতি দেখা যেত না। তরুণ সংগঠনের রোপণকৃত এ তাল গাছগুলো বড় হলে বজ্রপাতে প্রাণহানী কম হবে এবং ফসলও কম ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অনেকে।