সাম্প্রতিক পোস্ট

পরিবেশ, প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রয়োজন, যুব সমাজের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার

“প্রাণ-প্রকৃতি রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের দায়িত্ব আছে” শ্লোগানকে সামনে রেখে গতকাল জেলা স্বাস্থ্য অধিকার যুব কিশোরী ফোরাম, মানিকগঞ্জ এর আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের হোস্টেল সুপার শাহানারা খাতুন, একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক মানিকগঞ্জ এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা সভাপতি রাজ্জাক হোসেন রাজ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার যুব কিশোরী ফোরাম, মানিকগঞ্জ এর সভাপতি বৃষ্টি চক্রবর্তী।

প্রধান অতিথি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘পরিবেশ, প্রাণ-প্রকৃতি রক্ষায় বারসিক’র উদ্যোগ সত্যিই ভালো। আমার ভালো লাগছে আমার কলেজের মেয়েরা তাদের সাথে যুক্ত হয়ে আজ এমন একটি অনুষ্ঠান আমাদের কলেজেই আয়োজন করেছে। এজন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। তোমরা প্রত্যেকেই তোমাদের বাড়িতে বেশি বেশি গাছ লাগাবে। গাছের পরিচর্যা করবে।’

একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, ‘নারীদের হাত ধরেই কৃষির সূচনা হয়েছে। কৃষি ক্ষেত্রে নারীদের যথেষ্ট অবদান রয়েছে। পরিবেশ রক্ষায় নারীরা অবদান রাখছে। আজ এখানে তোমরা অনেক মেয়েরা আছ। তোমাদের হাত ধরেই পরিবেশ, প্রাণ-প্রকৃতি রক্ষা পাবে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে উদ্যোগ নিবে। তাহলে আমাদের পৃথিবীটা রক্ষা পাবে। পরিবেশ, প্রাণ-প্রকৃতি টিকে থাকবে।’

গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা সভাপতি রাজ্জাক হোসেন রাজ বলেন, ‘বারসিক পরিবেশ, প্রাণ-প্রকৃতি রক্ষায় অনেক কাজ করে থাকে। আমরাও পরিবেশ রক্ষায় কাজ করি। আমরা একটা সবুজ পরিবেশ চাই যেখানে কোনো ধরণের দূষণ থাকবে না। পরিবেশ হবে সবুজ। যেখানে প্রাণ ভরে নিঃশ^াস নেওয়া যাবে। বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আমরা যৌথভাবে মানববন্ধন ও বৃক্ষরোপণ করেছিলাম। যারা পরিবেশ রক্ষায় কাজ করে আমরা তাদের পাশে থেকে যৌথভাবে কাজ করতে চাই।’

সভাপতির বক্তব্যে বৃষ্টি চক্রবর্তী বলেন, ‘আজকের এই আয়োজনে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ডাকে সাড়া দিয়ে এখানে অনেক মেয়েরা এসেছে। তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার খুব ভালো লাগে যে আমি জেলা স্বাস্থ্য অধিকার যুব কিশোরী ফোরাম, মানিকগঞ্জ এর সভাপতি।”

এর আগে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, মানিকগঞ্জ এর সভাপতি মিজানুর রহমান হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বারসিক’র কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘বারসিক মানুষ ও প্রাণ-প্রকৃতির অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা প্রতিবছর বিশ^ পরিবেশ দিবসকে সামনে রেখে দুই মাস ব্যাপি বৃক্ষরোপণ করে থাকি। সরকারি দেবেন্দ্র কলেজেও আমরা গত দুই বছরে অনেক বৃক্ষরোপণ করেছি। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারণার জন্য বারসিক জাতীয় পরিবেশ পদক ২০২১ পেয়েছে। আমরা মনে করি পরিবেশ রক্ষায় এই ধরণের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। যুবরাই পারে যে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটাতে।”

happy wheels 2

Comments