কিশোরীদের বয়োঃসন্ধিকালে মায়েদের ভুমিকা সবার আগে
মানিকগঞ্জ, সিংগাইর থেকে আছিয়া আক্তার
কিশোরীদের বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সম্প্রতি আলীনগর নারী উন্নয়ন সমিতির আয়োজনে ও বারসিক বেসরকারি গবেষণাধর্মী উন্নয়নমুলক প্রতিষ্ঠানের সহযোগিতায়, সভাপতি ফুলজান বেগমের বাড়ির উঠানে কিশোরী ও মায়েদের সাথে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পরিবার কল্যাণ সহকারি খালেদা আক্তার। তিনি বলেন, ‘কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও পরিষ্কার পরিছন্নতার কোন বিকল্প নেই। এ সময় কিশোরীরা যাতে তাদের পরিবার থেকে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনগুলো অতি সহজে পায়, বন্ধু সুলভ আচারণ পায় মায়েদের কাছ থেকে। সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে হলে লজ্জা নয় বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে মায়েদের। এ সময় কিশোরীদের প্রতি যত্নশীল হতে হবে,প্রচুর পরিমানে সবুজ ও লাল শাক সবজি খাবারের তালিকায় রাখতে হবে। কেননা এ সময় ওদের বাড়ন্তকাল।’
তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ফ্রি ভায়া টেস্ট করানো হয়। বিয়ের তিন বছর পর থেকেই এই টেস্ট করানো হয়। এটা আপনারা প্রত্যেকে করে আসবেন কোন টাকা লাগবে না।’
উক্ত আলোচনায় সভাপতি ফুলজান বেগম, সংগঠনের সদস্য নারগিস বেগম, লাইলি আক্তার বলেন, এই প্রশিক্ষণটি আমাদের অনেক উপকারে আসলো, আমাগো মায়েরা এই সময় আমাগো কোন খেয়ালই নিতো না, মাছ,ডিম খেতে দিতো না,পরিষ্কার পরিছন্নতার কথা ও কিইতো না,কিন্তু আমরা শিখলাম এ সময় পোলাপানের ( কিশোরী) পাশে থাকাটা অনেক দরকার।’