জাতি গড়ার প্রধান কারিগর শিক্ষক

সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকগঞ্জ
প্রয়াত শিক্ষক সুরেন্দ্র মোহন রায় (মৃত্যু ৯ মার্চ ২০১৩ ) স্মরণে মহতি উদ্যোগ গ্রহণ করেছে পাওনান মণিঋষি শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র, হাটিপাড়া, মানিকগঞ্জ। অন্যদিকে শিক্ষক সুরেন্দ্র মোহন রায়ের পরিবারের উদ্যোগে পাওনান মণিঋষি শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরামের সভাপতি ময়ারাম মনিদাস।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মানবাধিকার কর্মী এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, পাওনান মনিঋষি শিক্ষা কেন্দ্রের শিক্ষক অর্চনা সরকার, জেলা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুচরণ সরকার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী দেবী লাল সরকার, ব্যবসায়ী রামসুন্দর সরকার, ব্যবসায়ী নিরাঞ্জন সরকার, প্রেগ্রাম অফিসার কমল চন্দ্র দত্ত, সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন, সহযোগী গবেষণা কর্মকর্তা শ্যাময়েল হাসদা।
আলোচনায় বক্তারা বলেন, ‘জাতি গড়ার প্রধান কারিগর হলেন শিক্ষক। শিক্ষক আমাদের স্বপ্ন দেখতে শেখান। স্বপ্ন বাস্তবায়নে আদর্শ সৈনিক হিসাবে গড়ে তুলেন। শিক্ষকেরা হাজার কষ্টের মাঝেও হাসিমুখে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেন। শিক্ষায় আলোকিত করা জন্য সর্বশেষ শক্তিটুকু দিয়ে কাজ করেন। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা জাতির মেরুদন্ড, আর এই সুশিক্ষায় শিক্ষিত করেন একজন শিক্ষক।’


তাঁরা আরও বলেন, ‘শিক্ষক সবসময় সর্বশ্রেষ্ঠ গুরুজন। আমরা যারা শিক্ষিত সবাই শিক্ষকের কথা স্মরণ করি। শিক্ষকের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অনেকে জীবন গড়তে চাই। শ্রদ্ধার সাথে স্মরণ করি শিক্ষা গুরু প্রয়াত শিক্ষক সুরেন্দ্র মোহন রায়কে। শিক্ষক আলোকিত করেছেন নিজ পরিবারকে। পরিবারে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করার ফলে আজ সমাজ ও মানুষের সেবায় কাজ করছেন। দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে নিজ কর্মে অবদান রেখে গেছেন। শিক্ষা গুরুর গল্প শুনে অংশগ্রহকারীগণ অনুপ্রাণিত হয়।’


প্রয়াত শিক্ষক সুরেন্দ্র মোহন রায় স্মরণে প্রান্তিক মণিঋষি জনগোষ্ঠী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে পাওনান মনিঋষি শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষার্থীসহ ও পাওনান মনিঋষি পাড়ার পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়োয়া ১০০ জন শিক্ষার্থীদের মাঝে খাতা কমল বিতরণ করা হয়।

happy wheels 2

Comments