হরিরামপুর চরে উইকিং বেড পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে মুকতার হোসেন

হরিরামপুর উপজেলার চরাঞ্চলের নটাখোলা গ্রামে উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান উইকিং বেড নির্মাণ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন। কৃষক এরশাদ মুন্সীর বাড়িতে বারসিক এবং দাদা সংস্থা দিয়াকোনিয়ার সহযোগিতায় বাস্তবায়িত এ কার্যক্রমে পানি সাশ্রয়ী প্রযুক্তি ও নিরাপদ সবজি চাষে উইকিং বেড এবং সাধারণ বেডের ভূমিকা তুলে ধরা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহেল রানা, লেছড়াগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসাইন ইনছান উদ্দিন, ইউপি সদস্য শাহিন মোল্লা ও শহিদ মোল্লা, নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম, বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেনসহ স্থানীয় কৃষকরা।

পরিদর্শনের পর এগ্রোইকোলজি, উইকিং বেডের উপকারিতা, এবং কৃষি ব্যবস্থাপনার বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান বলেন, “চরাঞ্চলে কৃষি বৈচিত্র্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে পানি, রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করে ফসল উৎপাদনে গুরুত্ব দেওয়া উচিত। বারসিকের সহায়তায় উইকিং বেড পদ্ধতিতে পানি অপচয় রোধ করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

নটাখোলা কৃষি প্রতিবেশ শিখন কেন্দ্র পরিচালিত কার্যক্রম, যেমন ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট, বালু চরে মিষ্টি কুমড়া চাষ, বীজ সংরক্ষণ, নিরাপদ সবজি চাষ, আদা ও হলুদের চাষ ইত্যাদি উদ্যোগও পরিদর্শন করেন কৃষি অফিসার।

আলোচনায় অংশ নেন কৃষক এরশাদ মুন্সী, রতন মিয়া এবং স্থানীয় কৃষকগণ। সভায় চরাঞ্চলে কৃষি বৈচিত্র্য বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

happy wheels 2