বিষমুক্ত শাকসব্জি উৎপাদন করি
রাজশাহী থেকে সুমন আলী
বড়গাছী বাজারে বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের আয়োজনে এবং বারসিকের সহযোগিতায় সম্প্রতি “খাদ্য উৎপাদনে বিষের ব্যবহার কমাও” শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বড়গাছী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য (১, ২, ৩) ওয়ার্ড মোসাঃ মনিরা বেগম এবং সংরক্ষিত নারী সদস্য (৭, ৮, ৯) ওয়ার্ড মোসাঃ মনিরা বিবি। এছাড়া বারনই লোক সাহিত্য পরিষদের মোঃ রায়হান জুয়েল, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের কৃষক, নারী নেত্রী, এবং সদস্যগণ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, “আমাদের পূর্বপুরুষরা বিষমুক্ত শাকসব্জি ও ফসল উৎপাদন করতেন। কিন্তু বর্তমানে আমরা মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছি, যা আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন, আমরা সকলে বিষমুক্ত কৃষি পদ্ধতিতে ফিরে যাই এবং বাড়ির আশেপাশে বিষমুক্ত শাকসব্জি উৎপাদন করি।”
কৃষক মোঃ আঃ রশিদ বলেন, “আমি একসময় জমি ও বাড়ির আশপাশে কীটনাশকের ব্যাপক ব্যবহার করতাম। বারসিকের পরামর্শে এখন জৈব বালাই ও ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এতে খরচ কমছে এবং নিরাপদ ফসল পাচ্ছি।”
গৃহিণী রুবিনা বেগম বলেন, “আমি বাড়ির ফাঁকা জায়গায় জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে শাকসব্জি উৎপাদন করছি। এর ফলে উৎপাদিত খাদ্যের মান ভালো থাকছে। আগে মানুষ বিষমুক্ত খাবার খেতো, তাই অসুখ-বিসুখ কম হতো। এখন যারা বিষ ও রাসায়নিক সার ব্যবহার করছে, তাদের ক্যান্সার, ডায়াবেটিস, ডায়রিয়ার মতো রোগ লেগেই থাকে।”