সাম্প্রতিক পোস্ট

ভবিষ্যত প্রজন্ম বাঁচাতে চাই ভেজালমুক্ত খাদ্য

নেত্রকোনা থেকে রুখসানা রুমী

নেত্রকোনা সদর উপজেলা মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ে নবম, দশম শ্রেণীতে ৫০ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করে সম্প্রতি। শিক্ষার্থীদের উক্ত বিষয়ে জানার আগ্রহ ও সচেতনতা এবং মেধা, দক্ষতা যাচাইয়ের উদ্দেশে এই রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহমেদ বলেন, ‘ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে চাই ভেজাল মুক্ত খাদ্য। কারণ ভেজাল খাবার খেলে এই ভবিষ্যত প্রজন্ম ভালো থাকতে পারবে না।’ তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্বে তিনি এই বিষয়ে শিক্ষার্থীদের ধারণা যাচাই করেন।

20190202_103919

দুইটি শ্রেণীর মোট ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক বারসিক আয়োজিত সকল ধরণের প্রতিযোগীতামূলক অনুষ্ঠানে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণ করানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তাদের এখন শেখার সময়। এই ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে তারা শিখবে কিভাবে?’
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীর ছাত্র এমদাদুল ইসলাম মুন্না। দ্বিতীয় স্থান লাভ করেন দশম শ্রেণীর ছাত্রী শাহানা আক্তার এবং তৃতীয় স্থান লাভ করেন নবম শ্রেণীর ছাত্র রফিকুল ইসলাম।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বারসিক কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো তোমরা সবাই বিজয়ী। কারণ একদিন বা দুদিনের আলোচনার বিষয় এটি নয়। তবু তোমরা অনেকটাই মনে রেখেছো। অনেকেই এই বিষয়ে আরো জানার চেষ্টা করেছো। তোমাদের আগ্রহের জায়গাটা অনেক পরিষ্কার। ভবিষ্যতে সুযোগ পেলে আরো বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো।’

সহকারী শিক্ষক রঞ্জন সরকার বলেন, ‘নিরাপদ খাবার কি সে সর্ম্পকে শিক্ষার্থীরা জানতে পেরেছে। আমরা চেষ্টা করবো তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বারসিক’র ভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলে তোমরা অনেক কিছু জানতে পারবে। জানার কোন বয়স নেই।’

happy wheels 2

Comments