শ্যামনগরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
শ্যামনগর, সাতক্ষীরা থেকে গাজী আল ইমরান
“নারী ও বালকাদের ক্ষমতায়ন,
হোক না তারা অটিজম বৈশষ্ট্যিসম্পন্ন”
এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটিম শ্যামনগরের আয়োজনে ও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগিতায় টিমের নিজস্ব কার্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের আহবায়ক মো. মারুফ হোসেন মিলনের সঞ্চালনায় ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির উপস্থিতিতে অটিজম সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সহ প্রতিবন্ধী ব্যক্তিরা।
অনুষ্ঠানে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে অটিজম বিষয়ে সচেতন করা হয়। অটিজম শিশুরাও সমাজের একটি অংশ। দেশ গঠনের কাজে তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। অটিজম বলে তাদের অবহেলা করা যাবেনা তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।